নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তারল্যসংকটে থাকা ইসলামি ধারার ব্যাংকগুলোকে বিশেষ সহায়তা দিতে শরিয়াহ সুকুক চালু করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবুও সংকট কাটছে না। এ অবস্থায় এসব ব্যাংকের জন্য তারল্য সহায়তা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। শুধু তা-ই নয়, ইসলামি ধারার ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ধরে রাখতে যে পরিমাণ তারল্য-সুবিধা দেওয়া দরকার, তা পূরণের বিশেষ ঘোষণাও দিয়েছেন তিনি। একই সঙ্গে সঞ্চিতি রক্ষায় ব্যাংকগুলোকে বিশেষ সুযোগ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।
গতকাল রোববার ইসলামি ধারার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠকে এসব আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠক অংশ গ্রহণকারী একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ‘ইসলামি শরিয়াহ পরিচালিত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে গভর্নরের নিয়মিত বৈঠক ছিল। সেখানে ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে তারল্য ইস্যুকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্তের বিষয়ে আমার কিছু জানা নেই।’
তবে নাম প্রকাশ না করার শর্তে ইসলামি ধারার একটি ব্যাংকের এমডি জানান, গত বছর কয়েকটি গণমাধ্যমে ইসলামি ধারার ব্যাংকের অর্থ পাচার ও অন্যান্য অনিয়মের বিষয়ে খবর প্রকাশিত হওয়ায় ব্যাংক থেকে অস্বাভাবিকভাবে আমানত তুলে নেন গ্রাহকেরা। এতে ব্যাংকে তারল্যসংকট দেখা দেয়। এমনকি কয়েকটি ব্যাংক এসএলআর ও সিএলআর সংরক্ষণেও ব্যর্থ হয়। একটি বৃহৎ শিল্প গ্রুপের নিয়ন্ত্রণাধীন কয়েকটি ব্যাংকের চলতি হিসাব নেতিবাচক হয়। পরে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা দেওয়া হয়। তবুও স্বাভাবিক হচ্ছে না অধিকাংশ শরিয়াহ ব্যাংক। এ জন্য গতকাল বৈঠক ডাকা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুনে ইসলামি ব্যাংকগুলোর সিস্টেম ওয়াইড ইনভেস্টমেন্ট (ঋণ) ও আমানত হার দাঁড়িয়েছে ১০১ শতাংশে। এর আগের বছর তা ছিল ৯৪ শতাংশ। জুনে এ খাতে অতিরিক্ত তারল্য কমেছে ৬৬ দশমিক ৫৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের অপর এক প্রতিবেদন অনুসারে, আমদানিকারকদের জন্য লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তি ও আমানত বৃদ্ধির ধীরগতির মধ্যে ঋণের চাহিদা বেড়ে যাওয়ায় ইসলামি ব্যাংকগুলোর তারল্যসংকট দেখা দিয়েছে। এ ছাড়া, উচ্চ মূল্যস্ফীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় পারিবারিক সঞ্চয় কমেছে। ফলে ব্যাংকগুলোর তহবিলে সংগ্রহের এই প্রধান উৎসে ভাটা পড়েছে।
তারল্যসংকটে থাকা ইসলামি ধারার ব্যাংকগুলোকে বিশেষ সহায়তা দিতে শরিয়াহ সুকুক চালু করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবুও সংকট কাটছে না। এ অবস্থায় এসব ব্যাংকের জন্য তারল্য সহায়তা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। শুধু তা-ই নয়, ইসলামি ধারার ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ধরে রাখতে যে পরিমাণ তারল্য-সুবিধা দেওয়া দরকার, তা পূরণের বিশেষ ঘোষণাও দিয়েছেন তিনি। একই সঙ্গে সঞ্চিতি রক্ষায় ব্যাংকগুলোকে বিশেষ সুযোগ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।
গতকাল রোববার ইসলামি ধারার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠকে এসব আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৈঠক অংশ গ্রহণকারী একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ‘ইসলামি শরিয়াহ পরিচালিত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে গভর্নরের নিয়মিত বৈঠক ছিল। সেখানে ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে তারল্য ইস্যুকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্তের বিষয়ে আমার কিছু জানা নেই।’
তবে নাম প্রকাশ না করার শর্তে ইসলামি ধারার একটি ব্যাংকের এমডি জানান, গত বছর কয়েকটি গণমাধ্যমে ইসলামি ধারার ব্যাংকের অর্থ পাচার ও অন্যান্য অনিয়মের বিষয়ে খবর প্রকাশিত হওয়ায় ব্যাংক থেকে অস্বাভাবিকভাবে আমানত তুলে নেন গ্রাহকেরা। এতে ব্যাংকে তারল্যসংকট দেখা দেয়। এমনকি কয়েকটি ব্যাংক এসএলআর ও সিএলআর সংরক্ষণেও ব্যর্থ হয়। একটি বৃহৎ শিল্প গ্রুপের নিয়ন্ত্রণাধীন কয়েকটি ব্যাংকের চলতি হিসাব নেতিবাচক হয়। পরে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা দেওয়া হয়। তবুও স্বাভাবিক হচ্ছে না অধিকাংশ শরিয়াহ ব্যাংক। এ জন্য গতকাল বৈঠক ডাকা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুনে ইসলামি ব্যাংকগুলোর সিস্টেম ওয়াইড ইনভেস্টমেন্ট (ঋণ) ও আমানত হার দাঁড়িয়েছে ১০১ শতাংশে। এর আগের বছর তা ছিল ৯৪ শতাংশ। জুনে এ খাতে অতিরিক্ত তারল্য কমেছে ৬৬ দশমিক ৫৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের অপর এক প্রতিবেদন অনুসারে, আমদানিকারকদের জন্য লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তি ও আমানত বৃদ্ধির ধীরগতির মধ্যে ঋণের চাহিদা বেড়ে যাওয়ায় ইসলামি ব্যাংকগুলোর তারল্যসংকট দেখা দিয়েছে। এ ছাড়া, উচ্চ মূল্যস্ফীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় পারিবারিক সঞ্চয় কমেছে। ফলে ব্যাংকগুলোর তহবিলে সংগ্রহের এই প্রধান উৎসে ভাটা পড়েছে।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশে এখন ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পেছনে ফেরা যাবে না। বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশামাফিক হয়েছে
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ঋণমান আরও কমিয়েছে মুডিস। আন্তর্জাতিক এই সংস্থার রেটিংসে গত ছয় মাসের ব্যবধানে সরকারের ঋণমান ‘বি১’ থেকে নামিয়ে ‘বি২’ করা হয়েছে। এতেই দেশের অর্থনীতির পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘ঋণাত্মক’ হয়েছে।
৮ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী বা তাঁদের অভিভাবকেরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েবসাইটে আবেদন করে বিকাশের মাধ্যমে এই ফি দিতে পারছেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর সঙ্গে পাচ্ছেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপন। পরবর্তী পাঁচ দি
১০ ঘণ্টা আগে২০২১ সালের জুন মাস। কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের পর ব্যবসা সামলাচ্ছিলেন ভারতের তিরুপ্পুর-ভিত্তিক টেকনো স্পোর্টসওয়্যার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল ঝুঞ্জুনওয়ালা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, পোন্ডিচেরির খুচরা বিক্রেতাদের কাছ থেকে তাঁদের কোম্পানির ‘রাউন্ড-নেক ফুল-স্লিভ’ পলিয়েস্টার..
১০ ঘণ্টা আগে