কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
তৈরি পোশাক শিল্পের কর্মীদের টিকা দিতে সরকার এবং কারখানার মালিকেরা একত্রে কাজ করছেন। দেড় মাসের মধ্যে তৈরি পোশাক শিল্পের ৫০ লাখ কর্মীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘ম্যাজিক লাস ভেগাস ২০২১’ বাণিজ্য মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। লাস ভেগাসে যাওয়ার আগে ওয়াশিংটনে স্বল্প সময়ের জন্য বিরতি দেন তিনি। সেখানে বাণিজ্য নিয়ে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন। বৈঠকে তিনি ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্টকে জানান যে, মহামারিকে কেন্দ্র করে শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কারখানাগুলোকে সাজাতে কাজ করে যাচ্ছে সরকার। আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশকে করোনার টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে শ্রমিকদের টিকা দেওয়া।
এ সময় ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রীকে জানান, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে পণ্য খুঁজতে ও আনতে প্রস্তুত তাঁর প্রতিষ্ঠান। বাণিজ্যমন্ত্রী তাঁকে তৈরি পোশাকের বাইরে চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, সাইকেল এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশ থেকে কেনার আহ্বান জানান।।
বৈঠকে বাংলাদেশ চিংড়ি এবং মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উন্নত মানের চিংড়ি উৎপাদনের কথা জানান। এ পণ্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সব ধরনের পরীক্ষণ উত্তরণে প্রস্তুত বলেও জানান তিনি। চিংড়ি উৎপাদকদের সংগঠন এবং বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একত্রে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মার্কিন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তৈরি পোশাক শিল্পের কর্মীদের টিকা দিতে সরকার এবং কারখানার মালিকেরা একত্রে কাজ করছেন। দেড় মাসের মধ্যে তৈরি পোশাক শিল্পের ৫০ লাখ কর্মীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘ম্যাজিক লাস ভেগাস ২০২১’ বাণিজ্য মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। লাস ভেগাসে যাওয়ার আগে ওয়াশিংটনে স্বল্প সময়ের জন্য বিরতি দেন তিনি। সেখানে বাণিজ্য নিয়ে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন। বৈঠকে তিনি ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্টকে জানান যে, মহামারিকে কেন্দ্র করে শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কারখানাগুলোকে সাজাতে কাজ করে যাচ্ছে সরকার। আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশকে করোনার টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে শ্রমিকদের টিকা দেওয়া।
এ সময় ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রীকে জানান, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে পণ্য খুঁজতে ও আনতে প্রস্তুত তাঁর প্রতিষ্ঠান। বাণিজ্যমন্ত্রী তাঁকে তৈরি পোশাকের বাইরে চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, সাইকেল এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশ থেকে কেনার আহ্বান জানান।।
বৈঠকে বাংলাদেশ চিংড়ি এবং মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উন্নত মানের চিংড়ি উৎপাদনের কথা জানান। এ পণ্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সব ধরনের পরীক্ষণ উত্তরণে প্রস্তুত বলেও জানান তিনি। চিংড়ি উৎপাদকদের সংগঠন এবং বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একত্রে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মার্কিন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নজিরবিহীন বন্যার প্রভাবে মূল্যস্ফীতি হার দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোসহ কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী। নিম্ন আয়ের দরিদ্র মানুষদের খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
৭ ঘণ্টা আগেসম্প্রতি “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী। এ জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাবে
৯ ঘণ্টা আগেনেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
১৫ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
১৬ ঘণ্টা আগে