অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল) বাংলাদেশ ও চীনের মধ্যকার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের মধ্যে নতুন সরাসরি পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। সাপ্তাহিক এই সেবায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে চীনা বন্দরে সরাসরি পণ্য পরিবহন করা হবে।
নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে চায়না চিটাগং এক্সপ্রেস (সিসিই)। এই পরিষেবা শুরু হবে আগামী ৩১ আগস্ট থেকে। পরিষেবাটি চালু হলে চীনের নিঙবো বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলবে। জাহাজ পরিষেবার একটি কনসোর্টিয়ামের অধীনে এটি করা হবে।
সাপ্তাহিক সিসিই পরিষেবার মধ্যে জাহাজ চলবে নিঙবো–সাংহাই–শেকু–চট্টগ্রাম–নিঙবো।
পিআইএলের অন্ত–এশিয়া পরিষেবার মহাব্যবস্থাপক সুরেন্দ্রন মাথিলাগাথ বলেন, চীনের কয়েকটি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সরাসরি পরিষেবা সম্প্রসারণ করতে পেরে আমরা খুশি।
তিনি বলেন, সিসিই পরিষেবা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যে আরও সহায়ক হবে। সেই সঙ্গে এটি পণ্য পরিবহনে খরচ কমাবে এবং টেকসই হবে। বাংলাদেশ হয়ে ট্রান্সশিপমেন্ট হাব সিঙ্গাপুরকে যুক্তকারী বিডি১ এবং বিডি২ পরিষেবার পাশাপাশি এটি একটি নতুন সংযোজন।
এ বছরের গ্রীষ্মের শুরুতে জাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটি ওয়েভবিএল–এর সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দেয়। এটি ডিজিটাল বাণিজ্য সমাধানের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তারা গ্রাহকদের ইলেকট্রনিক বিল অব ল্যান্ডিং (ইবিএল) পরিষেবা দিয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য সমাধান বিজনেস প্রোসেস ম্যানেজমেন্ট (বিপিএম) প্রতিষ্ঠান ডব্লিউএনএস সিঙ্গাপুরের পিআইএলের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে।
সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল) বাংলাদেশ ও চীনের মধ্যকার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের মধ্যে নতুন সরাসরি পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। সাপ্তাহিক এই সেবায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে চীনা বন্দরে সরাসরি পণ্য পরিবহন করা হবে।
নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে চায়না চিটাগং এক্সপ্রেস (সিসিই)। এই পরিষেবা শুরু হবে আগামী ৩১ আগস্ট থেকে। পরিষেবাটি চালু হলে চীনের নিঙবো বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলবে। জাহাজ পরিষেবার একটি কনসোর্টিয়ামের অধীনে এটি করা হবে।
সাপ্তাহিক সিসিই পরিষেবার মধ্যে জাহাজ চলবে নিঙবো–সাংহাই–শেকু–চট্টগ্রাম–নিঙবো।
পিআইএলের অন্ত–এশিয়া পরিষেবার মহাব্যবস্থাপক সুরেন্দ্রন মাথিলাগাথ বলেন, চীনের কয়েকটি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সরাসরি পরিষেবা সম্প্রসারণ করতে পেরে আমরা খুশি।
তিনি বলেন, সিসিই পরিষেবা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যে আরও সহায়ক হবে। সেই সঙ্গে এটি পণ্য পরিবহনে খরচ কমাবে এবং টেকসই হবে। বাংলাদেশ হয়ে ট্রান্সশিপমেন্ট হাব সিঙ্গাপুরকে যুক্তকারী বিডি১ এবং বিডি২ পরিষেবার পাশাপাশি এটি একটি নতুন সংযোজন।
এ বছরের গ্রীষ্মের শুরুতে জাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটি ওয়েভবিএল–এর সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দেয়। এটি ডিজিটাল বাণিজ্য সমাধানের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তারা গ্রাহকদের ইলেকট্রনিক বিল অব ল্যান্ডিং (ইবিএল) পরিষেবা দিয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য সমাধান বিজনেস প্রোসেস ম্যানেজমেন্ট (বিপিএম) প্রতিষ্ঠান ডব্লিউএনএস সিঙ্গাপুরের পিআইএলের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে।
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
১৩ মিনিট আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
২০ মিনিট আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
৩৬ মিনিট আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
১ ঘণ্টা আগে