নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও পাঁচটি প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন করের (ভ্যাট) বিশেষ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে ৪৩টি প্রতিষ্ঠানের এ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি ছিল। নতুন অনুমতি পাওয়া ৫টি মিলিয়ে সফটওয়্যার বিক্রয়কারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৪৮টি। আজ সোমবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
তালিকাভুক্ত নতুন পাঁচ প্রতিষ্ঠান হলো, ঢাকার পাকিজা টেকনোলজিস লিমিটেড, সিনটেক সল্যুশন লিমিটেড, ইউনিপ্রো সফটওয়্যার বিডি লিমিটেড ও সিস্টেম রিসোর্সেস লিমিটেড এবং চট্টগ্রামের নিউ টেকনোলজি সিস্টেমস লিমিটেড।
বার্ষিক পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের বিশেষ সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর। কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের মাসিক লেনদেন ৪২ লাখ টাকা অতিক্রম করলে এ সফটওয়্যার ব্যবহার করতে হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, এ সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে কেনার হিসাব রেজিস্টার ও বিক্রয় চালানে কোনো তথ্য এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের হিসাবে হালনাগাদ (আপডেট) হবে। সফটওয়্যারে বিভিন্ন মূসক হারও থাকবে।
এনবিআরের আদেশ অনুযায়ী, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা-২০১৬ অনুসারে ভ্যাট নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাস শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
বিধান অনুযায়ী ব্যবসার বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকার নিচে হলে প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হয় না। ৩০ লাখ ১ টাকা থেকে ৮০ লাখ টাকার মধ্যে লেনদেনকারী প্রতিষ্ঠানকে ৩ শতাংশ ভ্যাট দিতে হবে। এদিকে ৮০ লাখ টাকার ওপরে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়।
উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ২ লাখ ৮০ হাজার প্রতিষ্ঠানের ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিবন্ধন আছে। এই বিআইএন নিবন্ধনই ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।
আরও পাঁচটি প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন করের (ভ্যাট) বিশেষ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে ৪৩টি প্রতিষ্ঠানের এ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি ছিল। নতুন অনুমতি পাওয়া ৫টি মিলিয়ে সফটওয়্যার বিক্রয়কারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৪৮টি। আজ সোমবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
তালিকাভুক্ত নতুন পাঁচ প্রতিষ্ঠান হলো, ঢাকার পাকিজা টেকনোলজিস লিমিটেড, সিনটেক সল্যুশন লিমিটেড, ইউনিপ্রো সফটওয়্যার বিডি লিমিটেড ও সিস্টেম রিসোর্সেস লিমিটেড এবং চট্টগ্রামের নিউ টেকনোলজি সিস্টেমস লিমিটেড।
বার্ষিক পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের বিশেষ সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর। কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের মাসিক লেনদেন ৪২ লাখ টাকা অতিক্রম করলে এ সফটওয়্যার ব্যবহার করতে হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, এ সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে কেনার হিসাব রেজিস্টার ও বিক্রয় চালানে কোনো তথ্য এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের হিসাবে হালনাগাদ (আপডেট) হবে। সফটওয়্যারে বিভিন্ন মূসক হারও থাকবে।
এনবিআরের আদেশ অনুযায়ী, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা-২০১৬ অনুসারে ভ্যাট নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাস শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
বিধান অনুযায়ী ব্যবসার বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকার নিচে হলে প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হয় না। ৩০ লাখ ১ টাকা থেকে ৮০ লাখ টাকার মধ্যে লেনদেনকারী প্রতিষ্ঠানকে ৩ শতাংশ ভ্যাট দিতে হবে। এদিকে ৮০ লাখ টাকার ওপরে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়।
উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ২ লাখ ৮০ হাজার প্রতিষ্ঠানের ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিবন্ধন আছে। এই বিআইএন নিবন্ধনই ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৬ ঘণ্টা আগেপণ্যবাহী যানবাহনের জট কমানো এবং বন্দর কার্যক্রমে আরও গতি আনতে চলতি মাসের শেষ দিকে সম্পূর্ণ ডিজিটাল গেট ফি
৭ ঘণ্টা আগেবেরিয়ে আসতে শুরু করেছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, দেশের ব্যাংকগুলোয় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের
৮ ঘণ্টা আগেআসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে পণ্যের দামও যৌক্তিক পর্যায়ে রাখতে উদ্যোগী হয়েছে।
৮ ঘণ্টা আগে