নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন ড. মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম। তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে তাঁদের নিয়োগ-সংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে।
খুরশীদ আলম এখন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত আছেন। হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। দুজনই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করবেন।
নীতি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। ২০১৯ সালের ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গভর্নর পদে যোগ্যতা ও নিয়োগ পদ্ধতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ডেপুট গভর্নর নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করতে পারবেন অথবা সরকার স্বীয় বিবেচনায় ওই পদে যেকোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবেন।
চলতি মাসেই ডেপুটি গভর্নরের দুটি পদ খালি হয়। এর মধ্যে ২ ফেব্রুয়ারি এ কে এম সাজেদুর রহমান খান ও ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের চুক্তির মেয়াদ শেষ হয়। এ ছাড়া ডেপুটি গভর্নর হিসেবে আছেন কাজী ছাইদুর রহমান ও নুরুন নাহার।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শূন্য দুই পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ও প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমানের নাম প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া সদ্য সাবেক ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন ড. মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম। তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে তাঁদের নিয়োগ-সংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে।
খুরশীদ আলম এখন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত আছেন। হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। দুজনই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করবেন।
নীতি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। ২০১৯ সালের ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গভর্নর পদে যোগ্যতা ও নিয়োগ পদ্ধতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ডেপুট গভর্নর নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করতে পারবেন অথবা সরকার স্বীয় বিবেচনায় ওই পদে যেকোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবেন।
চলতি মাসেই ডেপুটি গভর্নরের দুটি পদ খালি হয়। এর মধ্যে ২ ফেব্রুয়ারি এ কে এম সাজেদুর রহমান খান ও ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের চুক্তির মেয়াদ শেষ হয়। এ ছাড়া ডেপুটি গভর্নর হিসেবে আছেন কাজী ছাইদুর রহমান ও নুরুন নাহার।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শূন্য দুই পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ও প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমানের নাম প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া সদ্য সাবেক ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন।
নেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
৪ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
৫ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে