নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার থেকে এই দুই রুটে ফ্লাইট চালু হয়েছে।
বৃহস্পতিবার সৈয়দপুর এবং যশোরে আলাদা দুটি অনুষ্ঠানের মাধ্যমে ফ্লাইট চালুর উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। উদ্বোধনী দিনে সৈয়দপুর থেকে ২৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস বাংলার উদ্বোধনী ফ্লাইট।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ডাকুডা বিমান থেকে এখন দেশে চলছে অত্যাধুনিক ড্রিম লাইনার বিমান। যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ট্যুরিজম ও অ্যাভিয়েশন শিল্পের বিকাশে তাঁর সরকার কাজ করছে। বেসরকারি বিমান সংস্থাগুলোকে সকল সহযোগিতা করবে সরকার।
যাত্রী সেবার মানের প্রশ্নে আপোষ না করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিমানের যাত্রী সেবার সামান্য ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন বিকাশে যাত্রীদের নিরাপদ ভ্রমণের পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ২০১৪ সালে মাত্র ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে অভ্যন্তরীণ রুটে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজ অভ্যন্তরীণ রুট ছাড়াও দোহা, মাস্কট, গুয়াংজুসহ ৯টি আন্তর্জাতিক রুটে ইউএস বাংলার ফ্লাইট চলাচল করে। এখন আমাদের কর্মকর্তা-কর্মচারী দেড় সহস্রাধিক। আগামী দুবছরের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলো আরও সম্প্রসারণ করা হবে। এ সময়ে বর্তমানের ১৪টি এয়ারক্রাফটের সঙ্গে আরও ১৬টি অত্যাধুনিক এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।
আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ইউএস বাংলার বিমান উড্ডয়ন করবে। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে যাত্রা করবে। এ ছাড়া রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করবে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের দেওয়া তথ্য মতে, সময় ও অর্থ সাশ্রয়ের কথা মাথায় রেখে উত্তরাঞ্চলের যাত্রীদের বহুদিনের কাঙ্ক্ষিত আশা পূরণে সৈয়দপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করল ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট। সৈয়দপুর থেকে চট্টগ্রামের ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৬,২০০ টাকা।
এ ছাড়া পর্যটকদের সময় ও অর্থ সাশ্রয়ের উদ্দেশে যশোর থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে।
সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর থেকে চট্টগ্রামে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৬ হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১২ হাজার টাকা। এ ছাড়া যশোর থেকে কক্সবাজারে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া সাড়ে ৬ হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১৩ হাজার টাকা।
ইউএস–বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, সৈয়দপুর–চট্টগ্রামের মধ্যে আকাশপথে যোগাযোগ স্থাপন করার সুদূর পরিকল্পনাটি বাস্তবায়িত হলো। এ ছাড়া ঢাকার বাইরের রুটে সরাসরি যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনের। এরই ধারাবাহিকতায় অক্টোবরে সৈয়দপুর-কক্সবাজার রুটে উড়োজাহাজ চালু করার সিদ্ধান্ত রয়েছে।
সৈয়দপুরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান।
এ ছাড়া যশোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর–১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সাংসদ মেজর জেনারেল নাসির উদ্দিন, ঝিনাইদহ–৩ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিব উদ্দিন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার থেকে এই দুই রুটে ফ্লাইট চালু হয়েছে।
বৃহস্পতিবার সৈয়দপুর এবং যশোরে আলাদা দুটি অনুষ্ঠানের মাধ্যমে ফ্লাইট চালুর উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। উদ্বোধনী দিনে সৈয়দপুর থেকে ২৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস বাংলার উদ্বোধনী ফ্লাইট।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ডাকুডা বিমান থেকে এখন দেশে চলছে অত্যাধুনিক ড্রিম লাইনার বিমান। যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ট্যুরিজম ও অ্যাভিয়েশন শিল্পের বিকাশে তাঁর সরকার কাজ করছে। বেসরকারি বিমান সংস্থাগুলোকে সকল সহযোগিতা করবে সরকার।
যাত্রী সেবার মানের প্রশ্নে আপোষ না করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিমানের যাত্রী সেবার সামান্য ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন বিকাশে যাত্রীদের নিরাপদ ভ্রমণের পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ২০১৪ সালে মাত্র ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে অভ্যন্তরীণ রুটে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজ অভ্যন্তরীণ রুট ছাড়াও দোহা, মাস্কট, গুয়াংজুসহ ৯টি আন্তর্জাতিক রুটে ইউএস বাংলার ফ্লাইট চলাচল করে। এখন আমাদের কর্মকর্তা-কর্মচারী দেড় সহস্রাধিক। আগামী দুবছরের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলো আরও সম্প্রসারণ করা হবে। এ সময়ে বর্তমানের ১৪টি এয়ারক্রাফটের সঙ্গে আরও ১৬টি অত্যাধুনিক এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।
আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ইউএস বাংলার বিমান উড্ডয়ন করবে। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে যাত্রা করবে। এ ছাড়া রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করবে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের দেওয়া তথ্য মতে, সময় ও অর্থ সাশ্রয়ের কথা মাথায় রেখে উত্তরাঞ্চলের যাত্রীদের বহুদিনের কাঙ্ক্ষিত আশা পূরণে সৈয়দপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করল ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট। সৈয়দপুর থেকে চট্টগ্রামের ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৬,২০০ টাকা।
এ ছাড়া পর্যটকদের সময় ও অর্থ সাশ্রয়ের উদ্দেশে যশোর থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে।
সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর থেকে চট্টগ্রামে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৬ হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১২ হাজার টাকা। এ ছাড়া যশোর থেকে কক্সবাজারে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া সাড়ে ৬ হাজার টাকা ও রিটার্ন ভাড়া ১৩ হাজার টাকা।
ইউএস–বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, সৈয়দপুর–চট্টগ্রামের মধ্যে আকাশপথে যোগাযোগ স্থাপন করার সুদূর পরিকল্পনাটি বাস্তবায়িত হলো। এ ছাড়া ঢাকার বাইরের রুটে সরাসরি যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনের। এরই ধারাবাহিকতায় অক্টোবরে সৈয়দপুর-কক্সবাজার রুটে উড়োজাহাজ চালু করার সিদ্ধান্ত রয়েছে।
সৈয়দপুরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান।
এ ছাড়া যশোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর–১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সাংসদ মেজর জেনারেল নাসির উদ্দিন, ঝিনাইদহ–৩ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিব উদ্দিন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নজিরবিহীন বন্যার প্রভাবে মূল্যস্ফীতি হার দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোসহ কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী। নিম্ন আয়ের দরিদ্র মানুষদের খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগেসম্প্রতি “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী। এ জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাবে
৫ ঘণ্টা আগেনেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
১১ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
১২ ঘণ্টা আগে