নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতির অনিশ্চয়তাকে বাড়িয়ে দিচ্ছে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। সংস্থাটির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘রাজনীতি ঠিক না থাকলে অর্থনীতি ঠিক থাকবে না। গত দুবার জাতীয় নির্বাচনের সময় বিদেশি সম্পৃক্ততা তেমন ছিল না। এবার আছে। এ বছর অন্য দুবারের মতো নির্বাচন হবে না। নির্বাচন নিয়েও অনিশ্চয়তা আছে। নির্বাচনের পরও যে শান্তিতে থাকব, সে কথাও বলা যাচ্ছে না।’
আজ মঙ্গলবার রাজধানীর বনানীর কার্যালয়ে ‘আইএমএফ এবং বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে আহসান মনসুর এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ ও শর্ত; সংস্কার—এসব বিষয় উঠে আসে। এ সময় পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. এম এ রাজ্জাক উপস্থিত ছিলেন।
আহসান এইচ মনসুর বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে ঘাটতি, রিজার্ভ কমে যাওয়া, বিনিময় হার—এসব নিয়ে চাপে আছে অর্থনীতি। আইএমএফ এসব বিষয়ে সংস্কার করতে বলেছে। কিন্তু নির্বাচনের আগে এসব সংস্কার করা সম্ভব নয়। তাই মূল্যস্ফীতি ১০ শতাংশের আশপাশেই থাকবে।’
ডলারের বাজারে অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিনিময় হার কোথায় ঠেকবে, বলা যাচ্ছে না। নির্বাচনের পরেও যে এসব সংস্কার হবে, সেই দিকনির্দেশনাও রাজনৈতিক নেতৃত্বের কাছে পাওয়া যাচ্ছে না। অথচ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে বড় ধরনের সংস্কার করতেই হবে।’
এ সময় পিআরআইয়ের নির্বাহী পরিচালক বলেন, ‘বাংলাদেশ আইএমএফের দ্বিতীয় কিস্তি পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত। শিগগিরই এ বিষয়ে জানা যাবে যে, বাংলাদেশ আইএমএফের কাছে থেকে ৬৮১ মিলিয়ন ডলার পাচ্ছে। দ্বিতীয় কিস্তির অর্থ পেতে বড় কোনো সমস্যা হবে না; যদি বৃহৎ শক্তিধর দেশ বাধা না দেয়।’
সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইএমএফের ঋণের অর্থ প্রাপ্তি নিশ্চিত করতে তিনটি বিষয়ে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে পিআরআই। সংস্থাটি বলছে, ব্যক্তিগত আয়কর থেকে আরও রাজস্ব বাড়াতে হবে। এটি মধ্য মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং দারিদ্র্য কমাবে।
কর অব্যাহতি আরও কমানোর ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি। কিছু করছাড় বা অব্যাহতি সরকার এরই মধ্যে তুলে নিয়েছে, তবে আরও অগ্রগতি প্রয়োজন মনে করছে তারা।
এনবিআরের তথ্য বিশ্লেষণ করে পিআরআই জানিয়েছে, শুধুমাত্র প্রত্যক্ষ করে যে ছাড় দেওয়া হয় তা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
এ ছাড়াও ভ্যাট আইন ২০১২ বাস্তবায়নের ওপর জোর দিয়ে পিআরআই বলছে, বর্তমান সংশোধিত ভ্যাট আইন ও ব্যবস্থায় অসংখ্য বিকৃতি হয়েছে, মূল আইনে ফিরে গেলে বছরে শূন্য দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট রাজস্ব বৃদ্ধি পাবে এবং পরিচালনা করা সহজ হবে।
ডলারের বিনিময় হার হঠাৎ করে বাজারের হাতে ছেড়ে দিলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা অর্থনীতির জন্য ক্ষতির। এ জন্য ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের হাতে ছেড়ে দেওয়ার আগে পরিবেশ তৈরি করতে হবে বলে মনে করেন ড. মনসুর।
বাংলাদেশ ব্যাংককে দায়ী করে তিনি বলেন, ‘বৈদেশিক মুদ্রার বিনিময় হারের যে প্রতিবেদন দেওয়া হচ্ছে তা ভুয়া, অসত্য। বাজারে ডলারের একাধিক বিনিময় হার থাকার কারণে ব্যাংকগুলো এটি করে থাকে। এ জন্য বাংলাদেশ ব্যাংকই দায়ী।’
এ সময় ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার সঙ্গে এবার প্রথমবারের মতো অর্থনৈতিক অনিশ্চয়তা যুক্ত হওয়ার কারণে সামষ্টিক অর্থনীতির মৌলিক জায়গাগুলো তাড়াতাড়ি ফিরিয়ে আনা কঠিন হবে।’
রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতির অনিশ্চয়তাকে বাড়িয়ে দিচ্ছে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। সংস্থাটির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘রাজনীতি ঠিক না থাকলে অর্থনীতি ঠিক থাকবে না। গত দুবার জাতীয় নির্বাচনের সময় বিদেশি সম্পৃক্ততা তেমন ছিল না। এবার আছে। এ বছর অন্য দুবারের মতো নির্বাচন হবে না। নির্বাচন নিয়েও অনিশ্চয়তা আছে। নির্বাচনের পরও যে শান্তিতে থাকব, সে কথাও বলা যাচ্ছে না।’
আজ মঙ্গলবার রাজধানীর বনানীর কার্যালয়ে ‘আইএমএফ এবং বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে আহসান মনসুর এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ ও শর্ত; সংস্কার—এসব বিষয় উঠে আসে। এ সময় পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. এম এ রাজ্জাক উপস্থিত ছিলেন।
আহসান এইচ মনসুর বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে ঘাটতি, রিজার্ভ কমে যাওয়া, বিনিময় হার—এসব নিয়ে চাপে আছে অর্থনীতি। আইএমএফ এসব বিষয়ে সংস্কার করতে বলেছে। কিন্তু নির্বাচনের আগে এসব সংস্কার করা সম্ভব নয়। তাই মূল্যস্ফীতি ১০ শতাংশের আশপাশেই থাকবে।’
ডলারের বাজারে অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিনিময় হার কোথায় ঠেকবে, বলা যাচ্ছে না। নির্বাচনের পরেও যে এসব সংস্কার হবে, সেই দিকনির্দেশনাও রাজনৈতিক নেতৃত্বের কাছে পাওয়া যাচ্ছে না। অথচ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে বড় ধরনের সংস্কার করতেই হবে।’
এ সময় পিআরআইয়ের নির্বাহী পরিচালক বলেন, ‘বাংলাদেশ আইএমএফের দ্বিতীয় কিস্তি পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত। শিগগিরই এ বিষয়ে জানা যাবে যে, বাংলাদেশ আইএমএফের কাছে থেকে ৬৮১ মিলিয়ন ডলার পাচ্ছে। দ্বিতীয় কিস্তির অর্থ পেতে বড় কোনো সমস্যা হবে না; যদি বৃহৎ শক্তিধর দেশ বাধা না দেয়।’
সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইএমএফের ঋণের অর্থ প্রাপ্তি নিশ্চিত করতে তিনটি বিষয়ে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে পিআরআই। সংস্থাটি বলছে, ব্যক্তিগত আয়কর থেকে আরও রাজস্ব বাড়াতে হবে। এটি মধ্য মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং দারিদ্র্য কমাবে।
কর অব্যাহতি আরও কমানোর ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি। কিছু করছাড় বা অব্যাহতি সরকার এরই মধ্যে তুলে নিয়েছে, তবে আরও অগ্রগতি প্রয়োজন মনে করছে তারা।
এনবিআরের তথ্য বিশ্লেষণ করে পিআরআই জানিয়েছে, শুধুমাত্র প্রত্যক্ষ করে যে ছাড় দেওয়া হয় তা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
এ ছাড়াও ভ্যাট আইন ২০১২ বাস্তবায়নের ওপর জোর দিয়ে পিআরআই বলছে, বর্তমান সংশোধিত ভ্যাট আইন ও ব্যবস্থায় অসংখ্য বিকৃতি হয়েছে, মূল আইনে ফিরে গেলে বছরে শূন্য দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট রাজস্ব বৃদ্ধি পাবে এবং পরিচালনা করা সহজ হবে।
ডলারের বিনিময় হার হঠাৎ করে বাজারের হাতে ছেড়ে দিলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা অর্থনীতির জন্য ক্ষতির। এ জন্য ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের হাতে ছেড়ে দেওয়ার আগে পরিবেশ তৈরি করতে হবে বলে মনে করেন ড. মনসুর।
বাংলাদেশ ব্যাংককে দায়ী করে তিনি বলেন, ‘বৈদেশিক মুদ্রার বিনিময় হারের যে প্রতিবেদন দেওয়া হচ্ছে তা ভুয়া, অসত্য। বাজারে ডলারের একাধিক বিনিময় হার থাকার কারণে ব্যাংকগুলো এটি করে থাকে। এ জন্য বাংলাদেশ ব্যাংকই দায়ী।’
এ সময় ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার সঙ্গে এবার প্রথমবারের মতো অর্থনৈতিক অনিশ্চয়তা যুক্ত হওয়ার কারণে সামষ্টিক অর্থনীতির মৌলিক জায়গাগুলো তাড়াতাড়ি ফিরিয়ে আনা কঠিন হবে।’
দীর্ঘদিন ধরেই ডলারের অস্থিরতা ও সংকটে ভুগছিল দেশ। সেটি এখনো পুরোপুরি দূর হয়নি। তবে, প্রায় আড়াই বছরের বেশি সময় পর এখন বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেসোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১৪ নভেম্বর এই সভার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগেএসিআই পাওয়ার সলিউশন ২৬ তম পাওয়ার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করেছে। এটি ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। এসিআই পাওয়ার সলিউশনের এক্সপোতে অংশগ্রহণের মূল লক্ষ্য সব নতুন পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো। যার মধ্যে রেইকেম কেবল এক্সেসরিজ, স্নেইডার সার্কিট ব্র
২ ঘণ্টা আগেচলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে