নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ বেস্ট এইড লিমিটেড বিনিয়োগ পেল ওয়াইওয়াই ভেঞ্চারস থেকে। আজ রোববার এ তথ্য জানান বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।
রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনে ওয়াইওয়াই ভেঞ্চারের অফিসে চুক্তি স্বাক্ষর করেন বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ ও ওয়াইওয়াই ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এসএম খাইরুল ইসলাম।
বেস্ট এইড ২০২০ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ জনের টিম, ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল, শতাধিক এজেন্ট এবং ইন্টার্ন-অ্যাম্বাসেডর আছে ৭০ জন। এখন পর্যন্ত যেসব সাফল্য অর্জন করেছে বেস্ট এইড তা হলো-আইসিটি ফান্ড, জাতীয় কভিড পোর্টাল corona. gov. bd-এ অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ ২০২১ ফাইনালিস্ট, ইমাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর ২০২১-এর প্রথম রানারআপ, ইমপেক্ট হাব গ্লোবাল কো হোর্ট-এর ফাইনালিস্ট।
বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, ‘বিনিয়োগ নিয়ে ওয়াইওয়াই ভেঞ্চারের সঙ্গে গতবছর থেকেই কথা চলছিল। সর্বশেষ চলতি জানুয়ারি মাসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ওয়াইওয়াই ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। এছাড়া সাধারণ সেবা এবং আইওটির সংমিশ্রণে কীভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায় তা নিয়েও আমাদের গবেষণা চলছে।’
বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। এখনি আমরা কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং ওয়াইওয়াই ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেস্ট এইডের প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও ওয়াইওয়াই ভেঞ্চারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।
বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ বেস্ট এইড লিমিটেড বিনিয়োগ পেল ওয়াইওয়াই ভেঞ্চারস থেকে। আজ রোববার এ তথ্য জানান বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।
রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনে ওয়াইওয়াই ভেঞ্চারের অফিসে চুক্তি স্বাক্ষর করেন বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ ও ওয়াইওয়াই ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এসএম খাইরুল ইসলাম।
বেস্ট এইড ২০২০ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ জনের টিম, ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল, শতাধিক এজেন্ট এবং ইন্টার্ন-অ্যাম্বাসেডর আছে ৭০ জন। এখন পর্যন্ত যেসব সাফল্য অর্জন করেছে বেস্ট এইড তা হলো-আইসিটি ফান্ড, জাতীয় কভিড পোর্টাল corona. gov. bd-এ অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ ২০২১ ফাইনালিস্ট, ইমাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর ২০২১-এর প্রথম রানারআপ, ইমপেক্ট হাব গ্লোবাল কো হোর্ট-এর ফাইনালিস্ট।
বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, ‘বিনিয়োগ নিয়ে ওয়াইওয়াই ভেঞ্চারের সঙ্গে গতবছর থেকেই কথা চলছিল। সর্বশেষ চলতি জানুয়ারি মাসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ওয়াইওয়াই ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। এছাড়া সাধারণ সেবা এবং আইওটির সংমিশ্রণে কীভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায় তা নিয়েও আমাদের গবেষণা চলছে।’
বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। এখনি আমরা কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং ওয়াইওয়াই ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেস্ট এইডের প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও ওয়াইওয়াই ভেঞ্চারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ব্যাপক হারে হ্রাস পাবে। বিশ্বব্যাপী এর প্রভাব কেমন হবে? এটি ১৯৮০ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদারীকরণ যুগের অবসান ঘটাবে নাকি...
৮ ঘণ্টা আগেস্বাধীনতার পর জাহাজে করে পাকিস্তান থেকে বাংলাদেশের সমুদ্রবন্দরে পণ্য পরিবহন বন্ধ ছিল। এতদিন পাকিস্তানি পণ্য তৃতীয় দেশ হয়ে জাহাজে করে বাংলাদেশ আসত। সেসব পণ্যও বন্দরে পৌঁছার পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে পাকিস্তানের সঙ্
৮ ঘণ্টা আগেবাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১১ ঘণ্টা আগেঅক্টোবরে ভারতের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ, আর টেক্সটাইল রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশে অস্থিরতা শুরুর পর ভারতে পোশাক রপ্তানির অর্ডার বেড়েছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে তুলে ধরা হয়।
১৪ ঘণ্টা আগে