নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতেও পালাবদলের হাওয়া লেগেছে। পরিবর্তনের ধারাবাহিকতায় এবার এক্সিম ব্যাংক ছাড়তে হলো ব্যাংকিং খাতের প্রভাবশালী নেতা নজরুল ইসলাম মজুমদারকে। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক্সিম ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ বসিয়েছে। সেখানে তাঁর নাম রাখা হয়নি। অর্থাৎ শেষ পর্যন্ত এক্সিম ব্যাংক ছাড়তেই হচ্ছে তাঁকে। এর মধ্য দিয়ে ১৭ বছর পর ইসলামি শরিয়ায় পরিচালিত ব্যাংকটির পর্ষদ নজরুল ইসলাম মজুমদারের একক ক্ষমতার বলয় থেকে মুক্ত হলো।
বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পর্ষদ চেয়ারম্যানের পাশাপাশি তিনি দেশে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যানের পদও দখলে রেখেছিলেন। এখন এক্সিমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ হারানোর কারণে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান পদও হারাতে যাচ্ছেন তিনি।
এদিকে নজরুল ইসলামের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের নতুন পর্ষদও গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নবগঠিত পরিচালনা পর্ষদের মধ্যে রয়েছেন এক্সিমের শেয়ারধারী পরিচালক মো. নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন ও অঞ্জন কুমার সাহা। অপর দুইজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও সনদধারী হিসাববিদ (এফসিএ) খন্দকার মামুন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশের ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে কড়া অবস্থানে রয়েছেন নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই দুর্বল এবং অস্থিরতা রয়েছে এমন ১২টি ব্যাংকের পর্ষদ ভাঙার ঘোষণা দেন, যা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবার পর্ষদ ভাঙার মিছিলে যোগ হলো এক্সিম ব্যাংক।
সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে নজরুল ইসলাম মজুমদারকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি বিদেশে চলে গেছেন বলে আলোচনা রয়েছে। এর আগে ২৫ আগস্ট এক্সিম ব্যাংক ও বিএবির চেয়ারম্যান এবং তাঁর স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখতে নির্দেশনা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। ব্যাংক থেকে নানা সময় চাঁদা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নজরুল ইসলাম মজুমদার ব্যাংকটির কয়েকজন মূল উদ্যোক্তাকে বের করে সমালোচিত হন। গত কয়েক বছরে এই ব্যাংক থেকে নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ বের করে নিয়েছেন তিনি। এর বড় একটি অংশ পাচার করেন নজরুল ইসলাম মজুমদার। তিনি কোথায় এবং কত টাকা পাচার করেছেন সে অনুসন্ধানও এখন চলমান।
হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতেও পালাবদলের হাওয়া লেগেছে। পরিবর্তনের ধারাবাহিকতায় এবার এক্সিম ব্যাংক ছাড়তে হলো ব্যাংকিং খাতের প্রভাবশালী নেতা নজরুল ইসলাম মজুমদারকে। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক্সিম ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ বসিয়েছে। সেখানে তাঁর নাম রাখা হয়নি। অর্থাৎ শেষ পর্যন্ত এক্সিম ব্যাংক ছাড়তেই হচ্ছে তাঁকে। এর মধ্য দিয়ে ১৭ বছর পর ইসলামি শরিয়ায় পরিচালিত ব্যাংকটির পর্ষদ নজরুল ইসলাম মজুমদারের একক ক্ষমতার বলয় থেকে মুক্ত হলো।
বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পর্ষদ চেয়ারম্যানের পাশাপাশি তিনি দেশে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যানের পদও দখলে রেখেছিলেন। এখন এক্সিমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ হারানোর কারণে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান পদও হারাতে যাচ্ছেন তিনি।
এদিকে নজরুল ইসলামের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের নতুন পর্ষদও গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নবগঠিত পরিচালনা পর্ষদের মধ্যে রয়েছেন এক্সিমের শেয়ারধারী পরিচালক মো. নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন ও অঞ্জন কুমার সাহা। অপর দুইজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও সনদধারী হিসাববিদ (এফসিএ) খন্দকার মামুন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশের ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে কড়া অবস্থানে রয়েছেন নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই দুর্বল এবং অস্থিরতা রয়েছে এমন ১২টি ব্যাংকের পর্ষদ ভাঙার ঘোষণা দেন, যা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবার পর্ষদ ভাঙার মিছিলে যোগ হলো এক্সিম ব্যাংক।
সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে নজরুল ইসলাম মজুমদারকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি বিদেশে চলে গেছেন বলে আলোচনা রয়েছে। এর আগে ২৫ আগস্ট এক্সিম ব্যাংক ও বিএবির চেয়ারম্যান এবং তাঁর স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখতে নির্দেশনা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। ব্যাংক থেকে নানা সময় চাঁদা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নজরুল ইসলাম মজুমদার ব্যাংকটির কয়েকজন মূল উদ্যোক্তাকে বের করে সমালোচিত হন। গত কয়েক বছরে এই ব্যাংক থেকে নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ বের করে নিয়েছেন তিনি। এর বড় একটি অংশ পাচার করেন নজরুল ইসলাম মজুমদার। তিনি কোথায় এবং কত টাকা পাচার করেছেন সে অনুসন্ধানও এখন চলমান।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নজিরবিহীন বন্যার প্রভাবে মূল্যস্ফীতি হার দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোসহ কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু জিনিসপত্রের দাম আকাশচুম্বী। নিম্ন আয়ের দরিদ্র মানুষদের খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
১০ ঘণ্টা আগেসম্প্রতি “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী। এ জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাবে
১২ ঘণ্টা আগেনেপাল থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়। অনুষ্ঠানে অংশ নেন ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...
১৮ ঘণ্টা আগেমূল্যস্ফীতির প্রভাব মধ্য ও নিম্ন আয়ের শ্রেণির মধ্যে প্রধানত ভোগের ওপর পড়ছে, কিন্তু উচ্চ আয়ের মানুষদের ওপর এর তেমন প্রভাব নেই। সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিলাসদ্রব্যে মানুষের ব্যয় বাড়ছে। জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক মার্সিডিজ–বেঞ্জের গাড়ি বিক্রি এ বছরের প্রথম নয় মাসে ভারতে ১৩ শতাংশ বেড়েছে, যা
১৯ ঘণ্টা আগে