হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চাচাতো ভাইয়ের টেঁটার (স্থানীয় ধাতব অস্ত্র) আঘাতে মইনুল হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার টুপিয়াজুরী তাজুল ইসলামের ছেলে জুলহাস টেঁটা দিয়ে মঈনুলের বুকে আঘাত করেন।
মঙ্গলবার দুপুরে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টুপিয়াজুরী গ্রামে নূর ইসলাম ও তাজুল ইসলাম নামে আপন দুই ভাইয়ের মধ্যে টয়লেট নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে আবারও বিরোধের সৃষ্টি হয়। এ সময় দুই ভাইয়ের পক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
সংঘর্ষের একপর্যায়ে জুলহাস তার আপন চাচাতো ভাই মঈনুলকে টেঁটা দিয়ে বুকে আঘাত করেন। এতে মঈনুল গুরুতর আহত হন। এরপর তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান পরিচালনা করছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চাচাতো ভাইয়ের টেঁটার (স্থানীয় ধাতব অস্ত্র) আঘাতে মইনুল হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার টুপিয়াজুরী তাজুল ইসলামের ছেলে জুলহাস টেঁটা দিয়ে মঈনুলের বুকে আঘাত করেন।
মঙ্গলবার দুপুরে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টুপিয়াজুরী গ্রামে নূর ইসলাম ও তাজুল ইসলাম নামে আপন দুই ভাইয়ের মধ্যে টয়লেট নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে আবারও বিরোধের সৃষ্টি হয়। এ সময় দুই ভাইয়ের পক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
সংঘর্ষের একপর্যায়ে জুলহাস তার আপন চাচাতো ভাই মঈনুলকে টেঁটা দিয়ে বুকে আঘাত করেন। এতে মঈনুল গুরুতর আহত হন। এরপর তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান পরিচালনা করছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৮ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৬ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২১ মিনিট আগে