জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারের জমি কেনা নিয়ে বিরোধের জেরে টানা ১০ ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং শতাধিক আহত হন। আজ সোমবার ভোর হতে সংঘর্ষে থামাতে দফায় দফায় মধ্যস্থতাকারীরা চেষ্টা চালান। সকাল আনুমানিক ৭টার দিকে সংঘর্ষ থামাতে গিয়ে উভয় পক্ষের হামলায় ঘটনা স্থলেই নিহত হন মাওলানা সালেহ আহমদ (৩৪)।
নিহত ব্যক্তি ফতেহপুর ইউপির হেমু ভাটপাড়া গ্রামের ছিফত উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে হরিপুর বাজারে জমি ক্রয় করাকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের সঙ্গে হাউদপাড়া গ্রামবাসীর কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর সংঘর্ষে জড়িয়ে পড়েন। টানা ১০ ঘণ্টার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের হামলায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে ঘটনায় পুলিশসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনার মধ্যস্থতা করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হন।
অপরদিকে ঘটনার নিয়ন্ত্রণে আনতে রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে সকাল ৮টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে বাজারের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘ ১২ ঘণ্টা পর সিলেট তামাবিল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিনসহ প্রমুখ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পাওয়ার পর হতে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ এলাকার গণ্যমান্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। সকাল ৮টায় বাজার এলাকা পুলিশের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় একজন মধ্যস্থতাকারী নিহত হন এবং পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারের জমি কেনা নিয়ে বিরোধের জেরে টানা ১০ ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং শতাধিক আহত হন। আজ সোমবার ভোর হতে সংঘর্ষে থামাতে দফায় দফায় মধ্যস্থতাকারীরা চেষ্টা চালান। সকাল আনুমানিক ৭টার দিকে সংঘর্ষ থামাতে গিয়ে উভয় পক্ষের হামলায় ঘটনা স্থলেই নিহত হন মাওলানা সালেহ আহমদ (৩৪)।
নিহত ব্যক্তি ফতেহপুর ইউপির হেমু ভাটপাড়া গ্রামের ছিফত উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে হরিপুর বাজারে জমি ক্রয় করাকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের সঙ্গে হাউদপাড়া গ্রামবাসীর কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর সংঘর্ষে জড়িয়ে পড়েন। টানা ১০ ঘণ্টার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের হামলায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে ঘটনায় পুলিশসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনার মধ্যস্থতা করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হন।
অপরদিকে ঘটনার নিয়ন্ত্রণে আনতে রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে সকাল ৮টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে বাজারের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘ ১২ ঘণ্টা পর সিলেট তামাবিল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সকাল ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিনসহ প্রমুখ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পাওয়ার পর হতে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ এলাকার গণ্যমান্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। সকাল ৮টায় বাজার এলাকা পুলিশের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় একজন মধ্যস্থতাকারী নিহত হন এবং পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২৬ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৮ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২৯ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩১ মিনিট আগে