সিলেটে বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২৭

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৬ তম জন্মবার্ষিকী পালন করেছে তাঁর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টি। ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি পালন করা হয়। আজ রোববার বাদ জোহর সিলেট হজরত শাহ জালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় জনতা পার্টির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, জাতীয় জনতা পার্টি ও জেনারেল ওসমানী বিগত সরকারগুলোর আমলে নানা বৈষম্যের শিকার হয়েছেন। যেমন দলকে নিবন্ধন না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের স্থলে প্রধান সেনাপতি হিসেবে পরিচিত করা, ইতিহাস বিকৃত করা ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সহসভাপতি প্রফেসর আব্দুল মুহিত, সেলিম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ খান, দপ্তর সম্পাদক কিরণ দেবনাথ, সিলেট মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, ফারুক আহমদ চৌধুরী ও আব্দুর রহিম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত