চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত দুই দিনের ভারী বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই ও সুতাং নদের পানি বেড়েছে। ইতিমধ্যে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আউশ ফসল।
আজ সোমবার খোয়াই নদের বাল্লা পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গাজীপুর, মিরাশি, রানীগাঁও, সাটিয়াজুরী, শানখলা ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী।
এদিকে দুপুরে খোয়াই নদের চুনারুঘাট ব্রিজ পয়েন্টে ১০৫ সেন্টিমিটার পানি বেড়েছে। করাঙ্গী ও সুতাং নদীর পানিও হু হু করে বাড়ছে। এসব নদীর বাঁধ উপচে নদী এলাকার কয়েক শত একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হওয়ার কারণে খোয়াই নদেতে পানি বাড়ছে। পানি বৃদ্ধির পরিমাণ আশঙ্কাজনক। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
পাউবোর আরেকটি সূত্র জানিয়েছে, চুনারুঘাট উপজেলার উজানে খোয়াই নদের ভারত অংশে ব্যারেজ খুলে দেওয়ার ফলে পানির বৃদ্ধির মাত্রা বেড়েছে।
আজ দুপুরে উপজেলা সাটিয়াজুরী ও রানীগাঁও ইউনিয়নে গিয়ে দেখা গেছে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। ফসলি জমিসহ পুকুর তলিয়ে গেছে।
সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁশের সাঁকো ঢলের পানিতে ভেসে যাওয়ায় কুনাউড়া, কৃষ্ণপুর, চিলামি, দৌলতপুর, দারাগাঁওসহ সাত-আট গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পরেছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘পানিতে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছি। সার্বক্ষণিক খবর রাখতে ও ক্ষতিগ্রস্তদের তালিকা করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত দুই দিনের ভারী বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই ও সুতাং নদের পানি বেড়েছে। ইতিমধ্যে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আউশ ফসল।
আজ সোমবার খোয়াই নদের বাল্লা পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গাজীপুর, মিরাশি, রানীগাঁও, সাটিয়াজুরী, শানখলা ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী।
এদিকে দুপুরে খোয়াই নদের চুনারুঘাট ব্রিজ পয়েন্টে ১০৫ সেন্টিমিটার পানি বেড়েছে। করাঙ্গী ও সুতাং নদীর পানিও হু হু করে বাড়ছে। এসব নদীর বাঁধ উপচে নদী এলাকার কয়েক শত একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হওয়ার কারণে খোয়াই নদেতে পানি বাড়ছে। পানি বৃদ্ধির পরিমাণ আশঙ্কাজনক। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
পাউবোর আরেকটি সূত্র জানিয়েছে, চুনারুঘাট উপজেলার উজানে খোয়াই নদের ভারত অংশে ব্যারেজ খুলে দেওয়ার ফলে পানির বৃদ্ধির মাত্রা বেড়েছে।
আজ দুপুরে উপজেলা সাটিয়াজুরী ও রানীগাঁও ইউনিয়নে গিয়ে দেখা গেছে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। ফসলি জমিসহ পুকুর তলিয়ে গেছে।
সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁশের সাঁকো ঢলের পানিতে ভেসে যাওয়ায় কুনাউড়া, কৃষ্ণপুর, চিলামি, দৌলতপুর, দারাগাঁওসহ সাত-আট গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পরেছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘পানিতে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছি। সার্বক্ষণিক খবর রাখতে ও ক্ষতিগ্রস্তদের তালিকা করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার ভোরে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
৬ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৭ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৮ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগে