ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা রাণী সরকার ছুটি ছাড়া দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তিনি ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অজুহাতে পাঠদানে অংশগ্রহণ করেননি। ফলে তাঁকে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চেনেনা। তবুও ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের।
প্রাথমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের কবিতা রাণী সরকার ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি এ বিদ্যালয়ে যোগদান করেন। সে বছরের ১ থেকে ১৪ এপ্রিল, ১৫ থেকে ৩০ জুন, ১ থেকে ৩০ সেপ্টেম্বর অসুস্থতাজনিত ছুটি নেন এবং ১১ থেকে ২৪ ডিসেম্বর বিনা-অনুমতিতে অনুপস্থিত ছিলেন। তিনি ২০২০ সালের ১ থেকে ১৮ মার্চ পর্যন্ত আবার বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত তিনি মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন। এ ছুটির পর ১২ মার্চ তিনি বিদ্যালয়ে যোগদান করে ১৩ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক মাসের জন্য অসুস্থতাজনিত ছুটির জন্য আবেদন করেন। এ ছুটি শেষ হতে না হতেই ১৪ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত দুই মাসের জন্য অসুস্থতাজনিত ছুটির আবেদন করেন ওই শিক্ষক।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক লিটন সরকার বলেন, ‘কবিতা ম্যাডাম যদি বিদ্যালয়ে না আসেন তাহলে একজন অভিভাবক হিসেবে আমি তাঁর অপসারণ চাই। আমরা চাই তিনি এখান থেকে চলে যাক এবং শিক্ষা ব্যবস্থাটা ভালো রাখুক।’
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক কবিতা রাণী সরকার বলেন, ‘আমি মাতৃত্বকালীন ছুটির পর এক মাসের ছুটি নিয়েছি। এরপর দুই মাসের ছুটির জন্য আবেদনপত্র বিদ্যালয় ও অফিসে পাঠিয়েছি। আমাকে শোকজ করা হয়েছে আমি শোকজের জবাব পাঠাব।’ বর্তমানে তিনি স্বামীর সঙ্গে ময়মনসিংহ শহরে অবস্থান করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিষ চন্দ্র সরকার বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তিনি বলেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুরঞ্জিত দেবনাথ বলেন, ‘একজন শিক্ষক বিদ্যালয়ে আসবে না অথচ বেতন নেবে এটার পক্ষে আমি না। ওই শিক্ষকের ব্যাপারে কমিটির সবাইকে নিয়ে দ্রুত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘ইতিমধ্যে ওই শিক্ষককে দুইবার শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা রাণী সরকার ছুটি ছাড়া দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তিনি ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অজুহাতে পাঠদানে অংশগ্রহণ করেননি। ফলে তাঁকে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চেনেনা। তবুও ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের।
প্রাথমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের কবিতা রাণী সরকার ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি এ বিদ্যালয়ে যোগদান করেন। সে বছরের ১ থেকে ১৪ এপ্রিল, ১৫ থেকে ৩০ জুন, ১ থেকে ৩০ সেপ্টেম্বর অসুস্থতাজনিত ছুটি নেন এবং ১১ থেকে ২৪ ডিসেম্বর বিনা-অনুমতিতে অনুপস্থিত ছিলেন। তিনি ২০২০ সালের ১ থেকে ১৮ মার্চ পর্যন্ত আবার বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত তিনি মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন। এ ছুটির পর ১২ মার্চ তিনি বিদ্যালয়ে যোগদান করে ১৩ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক মাসের জন্য অসুস্থতাজনিত ছুটির জন্য আবেদন করেন। এ ছুটি শেষ হতে না হতেই ১৪ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত দুই মাসের জন্য অসুস্থতাজনিত ছুটির আবেদন করেন ওই শিক্ষক।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক লিটন সরকার বলেন, ‘কবিতা ম্যাডাম যদি বিদ্যালয়ে না আসেন তাহলে একজন অভিভাবক হিসেবে আমি তাঁর অপসারণ চাই। আমরা চাই তিনি এখান থেকে চলে যাক এবং শিক্ষা ব্যবস্থাটা ভালো রাখুক।’
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক কবিতা রাণী সরকার বলেন, ‘আমি মাতৃত্বকালীন ছুটির পর এক মাসের ছুটি নিয়েছি। এরপর দুই মাসের ছুটির জন্য আবেদনপত্র বিদ্যালয় ও অফিসে পাঠিয়েছি। আমাকে শোকজ করা হয়েছে আমি শোকজের জবাব পাঠাব।’ বর্তমানে তিনি স্বামীর সঙ্গে ময়মনসিংহ শহরে অবস্থান করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিষ চন্দ্র সরকার বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তিনি বলেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুরঞ্জিত দেবনাথ বলেন, ‘একজন শিক্ষক বিদ্যালয়ে আসবে না অথচ বেতন নেবে এটার পক্ষে আমি না। ওই শিক্ষকের ব্যাপারে কমিটির সবাইকে নিয়ে দ্রুত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ‘ইতিমধ্যে ওই শিক্ষককে দুইবার শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৬ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৭ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৪ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২০ মিনিট আগে