নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতেই পানি জমে রাস্তায়। বাসাবাড়ি-দোকানপাটেও ঢুকে যায় পানি। নগরবাসীর দুর্ভোগের যেন কোনো সীমা নেই। এ সমস্যা নিয়ে টানা দুই মেয়াদে কাজ করে গেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বর্তমান মেয়রও দায়িত্বে নিয়েই নানা পদক্ষেপ নিয়েছেন। তবে অনেক টাকা ব্যয় হলেও মেলেনি সুফল।
এমন পরিস্থিতিতে ‘নগর বাঁচাও, সিলেট বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ছড়া পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের (সিসিক) বর্তমান মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার (২২ জুন) বিকেলে নগরের রিকাবিবাজার এলাকার স্টেডিয়াম সংলগ্ন মাদার কেয়ার হাসপাতালের পাশে বৈটাখাল ছড়া পরিদর্শন করেন তাঁরা। এ সময় ছড়ায় পানি প্রবাহে বিভিন্ন প্রতিবন্ধকতা তদারকি করেন এবং সমস্যা সমাধানে একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।
সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘নগরের ভেতর ২৩টি ছড়া আছে। সেগুলো নিয়ে ১৯৫৬ সালের ম্যাপ ধরে আমরা কাজ করব। সকল ছড়া উদ্ধার ও খনন করে সুরমা নদীর সঙ্গে সংযুক্ত করব এবং সুরমা নদীও খনন করা হবে। শুধু সিটি করপোরেশন এলাকা খনন করলে হবে না। উৎপত্তিস্থল থেকে খনন কাজ করতে হবে। বক্তব্য কম হবে, কাজ বেশি হবে।’
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আন্তরিক সহযোগিতার প্রশংসা করে আনোয়ারুজ্জামান বলেন, ‘তাঁর ১০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কাজ করব। তিনি কোথায় কোথায় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন সেগুলোও আমাকে অবহিত করছেন।’
বর্তমান মেয়র আরও বলেন, ‘নগর বাঁচাও, সিলেট বাঁচাও—স্লোগানকে সামনে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ নগরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সিলেটের স্বার্থে আমরা দলমত-নির্বিশেষে সবাই একমত। সিলেট নগরের মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমরা জনগণের প্রতিনিধি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কিছু সংখ্যক মানুষের স্বার্থে সিলেট শহর ডুবে যাবে, নগরবাসীর ভোগান্তি হবে, সেটা আমরা মেনে নেব না।’
যারা ছড়া দখল করে বসে আছেন তাঁদেরকে উদ্দেশ্য করে আনোয়ারুজ্জামান বলেন, ‘আপনারা নিজ নিজ দায়িত্বে ছড়া ছেড়ে দিন। আর না হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ছড়া উদ্ধার করব। কাউকেই ছাড় দেওয়া হবে না। সিলেট নগর রক্ষায়, প্রবাসীদের জানমাল রক্ষায় এবং সিলেটে বিনিয়োগ রক্ষায় আমরা বদ্ধপরিকর। কোনো দখলবাজ বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।’
এ সময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির নগর। বহু বছর ধরে আমরা দেখছি নগরের মানুষ পানিবন্দী হয়ে যান এবং মালামাল নষ্ট হয়ে যায় এটি আর দেখতে চাই না। তবে এটির দায়ভার একা সিটি করপোরেশনের নয়। যে সকল ছড়া, খাল আছে সরকারি প্রতিষ্ঠানসহ কিছু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান রয়েছে। তাঁরা যদি নগরবাসীর কথা বিবেচনা করে এগুলো ছেড়ে দেন, তাহলে তাঁদের স্বাগত জানাব। অন্যথায় বর্তমান মেয়র তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন। ছড়াগুলো উদ্ধার করা গেলে সিলেটবাসী বন্যার কবল থেকে অনেকটা রক্ষা পাবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্যান্য সিটি করপোরেশনের সঙ্গে তুলনায় সিলেট অনেক পিছিয়ে। এর মূল কারণ হচ্ছে আমাদের নেতৃত্বের অভাব। আমার বিশ্বাস বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটির মাস্টার প্ল্যান অনুয়ায়ী কাজ এগিয়ে যাবে। মূল উৎপত্তিস্থল থেকে নগরের ছড়া সরকারিভাবে খননসহ শহর রক্ষা বেড়িবাঁধ করা যায়, তাহলে এর লাঘব হবে। কালক্ষেপণ না করে একটা একটা করে সমস্যার সমাধান করতে হবে। আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এগুলো পারবেন। তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ। গত ১৫ বছরে যেটা হয়নি, আমরা আশা করি আগামী ৪ বছরের মধ্যে সিলেটে অনেক বেশি উন্নয়ন হবে।’
নগরীর স্বার্থে অন্যান্য যারা আরও দায়িত্ববান ও রাজনীতিবিদরা আছেন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন—সিসিকের প্যানেল মেয়র মো. মখলিছুর রহমান কামরান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমান প্রমুখ।
সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতেই পানি জমে রাস্তায়। বাসাবাড়ি-দোকানপাটেও ঢুকে যায় পানি। নগরবাসীর দুর্ভোগের যেন কোনো সীমা নেই। এ সমস্যা নিয়ে টানা দুই মেয়াদে কাজ করে গেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বর্তমান মেয়রও দায়িত্বে নিয়েই নানা পদক্ষেপ নিয়েছেন। তবে অনেক টাকা ব্যয় হলেও মেলেনি সুফল।
এমন পরিস্থিতিতে ‘নগর বাঁচাও, সিলেট বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ছড়া পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের (সিসিক) বর্তমান মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার (২২ জুন) বিকেলে নগরের রিকাবিবাজার এলাকার স্টেডিয়াম সংলগ্ন মাদার কেয়ার হাসপাতালের পাশে বৈটাখাল ছড়া পরিদর্শন করেন তাঁরা। এ সময় ছড়ায় পানি প্রবাহে বিভিন্ন প্রতিবন্ধকতা তদারকি করেন এবং সমস্যা সমাধানে একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।
সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘নগরের ভেতর ২৩টি ছড়া আছে। সেগুলো নিয়ে ১৯৫৬ সালের ম্যাপ ধরে আমরা কাজ করব। সকল ছড়া উদ্ধার ও খনন করে সুরমা নদীর সঙ্গে সংযুক্ত করব এবং সুরমা নদীও খনন করা হবে। শুধু সিটি করপোরেশন এলাকা খনন করলে হবে না। উৎপত্তিস্থল থেকে খনন কাজ করতে হবে। বক্তব্য কম হবে, কাজ বেশি হবে।’
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আন্তরিক সহযোগিতার প্রশংসা করে আনোয়ারুজ্জামান বলেন, ‘তাঁর ১০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কাজ করব। তিনি কোথায় কোথায় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন সেগুলোও আমাকে অবহিত করছেন।’
বর্তমান মেয়র আরও বলেন, ‘নগর বাঁচাও, সিলেট বাঁচাও—স্লোগানকে সামনে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ নগরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সিলেটের স্বার্থে আমরা দলমত-নির্বিশেষে সবাই একমত। সিলেট নগরের মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমরা জনগণের প্রতিনিধি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কিছু সংখ্যক মানুষের স্বার্থে সিলেট শহর ডুবে যাবে, নগরবাসীর ভোগান্তি হবে, সেটা আমরা মেনে নেব না।’
যারা ছড়া দখল করে বসে আছেন তাঁদেরকে উদ্দেশ্য করে আনোয়ারুজ্জামান বলেন, ‘আপনারা নিজ নিজ দায়িত্বে ছড়া ছেড়ে দিন। আর না হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ছড়া উদ্ধার করব। কাউকেই ছাড় দেওয়া হবে না। সিলেট নগর রক্ষায়, প্রবাসীদের জানমাল রক্ষায় এবং সিলেটে বিনিয়োগ রক্ষায় আমরা বদ্ধপরিকর। কোনো দখলবাজ বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।’
এ সময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির নগর। বহু বছর ধরে আমরা দেখছি নগরের মানুষ পানিবন্দী হয়ে যান এবং মালামাল নষ্ট হয়ে যায় এটি আর দেখতে চাই না। তবে এটির দায়ভার একা সিটি করপোরেশনের নয়। যে সকল ছড়া, খাল আছে সরকারি প্রতিষ্ঠানসহ কিছু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান রয়েছে। তাঁরা যদি নগরবাসীর কথা বিবেচনা করে এগুলো ছেড়ে দেন, তাহলে তাঁদের স্বাগত জানাব। অন্যথায় বর্তমান মেয়র তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন। ছড়াগুলো উদ্ধার করা গেলে সিলেটবাসী বন্যার কবল থেকে অনেকটা রক্ষা পাবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্যান্য সিটি করপোরেশনের সঙ্গে তুলনায় সিলেট অনেক পিছিয়ে। এর মূল কারণ হচ্ছে আমাদের নেতৃত্বের অভাব। আমার বিশ্বাস বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটির মাস্টার প্ল্যান অনুয়ায়ী কাজ এগিয়ে যাবে। মূল উৎপত্তিস্থল থেকে নগরের ছড়া সরকারিভাবে খননসহ শহর রক্ষা বেড়িবাঁধ করা যায়, তাহলে এর লাঘব হবে। কালক্ষেপণ না করে একটা একটা করে সমস্যার সমাধান করতে হবে। আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এগুলো পারবেন। তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ। গত ১৫ বছরে যেটা হয়নি, আমরা আশা করি আগামী ৪ বছরের মধ্যে সিলেটে অনেক বেশি উন্নয়ন হবে।’
নগরীর স্বার্থে অন্যান্য যারা আরও দায়িত্ববান ও রাজনীতিবিদরা আছেন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন—সিসিকের প্যানেল মেয়র মো. মখলিছুর রহমান কামরান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমান প্রমুখ।
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
২ ঘণ্টা আগে