সিলেট প্রতিনিধি
সারা দেশে জাতীয় পার্টির (জাপা) প্রধান কার্যালয়গুলোতে যে চেয়ারে হুসেইন মুহম্মদ এরশাদ বসতেন, সেই চেয়ারে এখন বসবেন তাঁর ছেলে এরিক এরশাদ। সেই স্বপ্নই দেখেন জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে দলীয় এক সভায় এই আকাঙ্ক্ষার কথা বলেন বিদিশা। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
বিদিশা বলেন, ‘এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে, আমি সেই দিনের অপেক্ষায় আছি। ঢাকার পল্টনের অফিস, বনানীর অফিস, সিলেটের অফিস, চট্টগ্রামের অফিস, রাজশাহী ও রংপুরের অফিসে এইচ এম এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে।’
এরিক এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, তিনি তাদের জীবন আরও কঠিন করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন বিদিশা।
বিদিশা বলেন, ‘যাঁরা এখনো জাতীয় পার্টি ছেড়ে যাননি, যাঁরা এখনো পার্টির সঙ্গে আছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
সভা শেষে বিদিশা হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
সারা দেশে জাতীয় পার্টির (জাপা) প্রধান কার্যালয়গুলোতে যে চেয়ারে হুসেইন মুহম্মদ এরশাদ বসতেন, সেই চেয়ারে এখন বসবেন তাঁর ছেলে এরিক এরশাদ। সেই স্বপ্নই দেখেন জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে দলীয় এক সভায় এই আকাঙ্ক্ষার কথা বলেন বিদিশা। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
বিদিশা বলেন, ‘এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে, আমি সেই দিনের অপেক্ষায় আছি। ঢাকার পল্টনের অফিস, বনানীর অফিস, সিলেটের অফিস, চট্টগ্রামের অফিস, রাজশাহী ও রংপুরের অফিসে এইচ এম এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে।’
এরিক এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, তিনি তাদের জীবন আরও কঠিন করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন বিদিশা।
বিদিশা বলেন, ‘যাঁরা এখনো জাতীয় পার্টি ছেড়ে যাননি, যাঁরা এখনো পার্টির সঙ্গে আছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
সভা শেষে বিদিশা হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩০ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩২ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩৩ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩৫ মিনিট আগে