সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নুরুল আমিন (৬০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নুরুল আমিন শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল আজকের পত্রিকাকে জানান, তাঁরা ছয় ভাই। সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন তাঁদের মাঝে ঝগড়া লেগেই থাকত। একাধিকবার বিচার-সালিস হলেও কোনো সমাধান হয়নি। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপ্রর্যায়ে তিন ভাই নুরুল হক (৭০), শাহ আলম (৫০), শাহজাহান (৫৫) ও তাঁদের ছোট ভাই নুরুল আমিনকে (৬০) কিল-ঘুষি মারতে থাকেন।
তাঁরা আরও জানান, এ সময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিলেও থামাতে পারেনি। একপ্রর্যায়ে নুরুল আমিনকে মেরে মাটিতে ফেলে রাখে। পরে পরিবার লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপপরিদর্শক এসআই নাজমুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নুরুল আমিন (৬০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নুরুল আমিন শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল আজকের পত্রিকাকে জানান, তাঁরা ছয় ভাই। সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন তাঁদের মাঝে ঝগড়া লেগেই থাকত। একাধিকবার বিচার-সালিস হলেও কোনো সমাধান হয়নি। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপ্রর্যায়ে তিন ভাই নুরুল হক (৭০), শাহ আলম (৫০), শাহজাহান (৫৫) ও তাঁদের ছোট ভাই নুরুল আমিনকে (৬০) কিল-ঘুষি মারতে থাকেন।
তাঁরা আরও জানান, এ সময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিলেও থামাতে পারেনি। একপ্রর্যায়ে নুরুল আমিনকে মেরে মাটিতে ফেলে রাখে। পরে পরিবার লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপপরিদর্শক এসআই নাজমুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৫ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
২২ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১ ঘণ্টা আগে