সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৫: ৪৯
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৬: ০০
সিলেটে আটক চোরাই পণ্য। ছবি: সংগৃহীত

সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সিলেটের বিজিবি ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সিলেটে আটক চোরাই পণ্য। ছবি: সংগৃহীত
সিলেটে আটক চোরাই পণ্য। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, চিনি, শুঁটকি, চকলেট, বিস্কুট, শনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশি রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার মূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। বিধি মোতাবেক জব্দ মালামালগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত