নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে তাঁর। তবে বাজেট বক্তৃতায় সিসিকের উন্নয়নে সরকারের বৈষম্য এবং তাঁর প্রতি অবিচারের অভিযোগ তুলেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা এলাকার একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ ধরা হয়েছে।
বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরের শাহজালাল মাজার সড়ক ও আম্বরখানা থেকে জিন্দাবাজার-বন্দর হয়ে সার্কিট হাউস পর্যন্ত মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের পর আরও ১১টি সড়কে ভূগর্ভস্থ বিদ্যুতায়নের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সিসিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শেষ পর্যন্ত সিলেটের সঙ্গে চরম বৈষম্যমূলক নীতি দেখানো হয়েছে। অন্যান্য অঞ্চলের জন্য এ প্রকল্প অনুমোদন দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিলেটের প্রকল্প বাদ দিয়েছে। এতে সিলেটবাসী বঞ্চিত হয়েছেন।’
মেয়র হতাশা ব্যক্ত করে আরও বলেন, সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ৪ হাজার ১৮৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়; কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। বর্ধিত এলাকার বিপুলসংখ্যক মানুষের জন্য সব নাগরিকের সুবিধা নিশ্চিত করার স্বার্থে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি প্রয়োজন ছিল। তবে এ বিষয়ে সরকারের নির্লিপ্ততা নতুন ওয়ার্ডগুলোর বাসিন্দাদের চরমভাবে হতাশ করবে।
নিজের শেষ বাজেটে এসে গত দুই মেয়াদে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল। এ সময় নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিসিকের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছাও জানান তিনি। এ ছাড়া মেয়র না থাকলেও সিসিকের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দেন আরিফ। আগামী ৮ নভেম্বর সিসিকের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এবারের বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৫২ কোটি ৭৭ লাখ, শিক্ষা খাতে ৪ কোটি ১০ লাখ, স্বাস্থ্য খাতে ১ কোটি ৮৭ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৯ কোটি ৬ লাখ, বিদ্যুৎ প্রকৌশল বা সড়কবাতি খাতে ৩ কোটি ১০ লাখ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাতে ৫ কোটি ৪০ লাখ ও বিবিধ ৭ কোটি ১৫ লাখ টাকা। এ ছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্পহাউস, মেশিন, পাইপলাইন মেরামত-সংস্কার ও বিদ্যুৎ বিল পরিশোধসহ মোট ১৮ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে রাজস্ব খাতে ব্যয় বাবদ মোট ৩৩ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরে ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে তাঁর। তবে বাজেট বক্তৃতায় সিসিকের উন্নয়নে সরকারের বৈষম্য এবং তাঁর প্রতি অবিচারের অভিযোগ তুলেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা এলাকার একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে সিসিক মেয়র এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ ধরা হয়েছে।
বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরের শাহজালাল মাজার সড়ক ও আম্বরখানা থেকে জিন্দাবাজার-বন্দর হয়ে সার্কিট হাউস পর্যন্ত মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের পর আরও ১১টি সড়কে ভূগর্ভস্থ বিদ্যুতায়নের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সিসিক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শেষ পর্যন্ত সিলেটের সঙ্গে চরম বৈষম্যমূলক নীতি দেখানো হয়েছে। অন্যান্য অঞ্চলের জন্য এ প্রকল্প অনুমোদন দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিলেটের প্রকল্প বাদ দিয়েছে। এতে সিলেটবাসী বঞ্চিত হয়েছেন।’
মেয়র হতাশা ব্যক্ত করে আরও বলেন, সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ৪ হাজার ১৮৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়; কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। বর্ধিত এলাকার বিপুলসংখ্যক মানুষের জন্য সব নাগরিকের সুবিধা নিশ্চিত করার স্বার্থে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি প্রয়োজন ছিল। তবে এ বিষয়ে সরকারের নির্লিপ্ততা নতুন ওয়ার্ডগুলোর বাসিন্দাদের চরমভাবে হতাশ করবে।
নিজের শেষ বাজেটে এসে গত দুই মেয়াদে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল। এ সময় নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিসিকের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছাও জানান তিনি। এ ছাড়া মেয়র না থাকলেও সিসিকের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দেন আরিফ। আগামী ৮ নভেম্বর সিসিকের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এবারের বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৫২ কোটি ৭৭ লাখ, শিক্ষা খাতে ৪ কোটি ১০ লাখ, স্বাস্থ্য খাতে ১ কোটি ৮৭ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৯ কোটি ৬ লাখ, বিদ্যুৎ প্রকৌশল বা সড়কবাতি খাতে ৩ কোটি ১০ লাখ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন খাতে ৫ কোটি ৪০ লাখ ও বিবিধ ৭ কোটি ১৫ লাখ টাকা। এ ছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্পহাউস, মেশিন, পাইপলাইন মেরামত-সংস্কার ও বিদ্যুৎ বিল পরিশোধসহ মোট ১৮ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে রাজস্ব খাতে ব্যয় বাবদ মোট ৩৩ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
৩৫ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১ ঘণ্টা আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে