কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১৮: ৪৩

সিলেটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক গালিব আহমদ নামের এক কৃষি ব্যাংক কর্মকর্তা। 

নিহত মকসুদ আহমদ সিলেট নগরের মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেটের ব্যুরো প্রধান ছিলেন। 

মকসুদের বন্ধু ও বিটিভির সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমদ মুক্তা জানান, রাত তিনটার দিকে ব্যাংক কর্মকর্তা গালিব আহমদ ও মকসুদ আহমদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কুকুর মোটরসাইকেলের সামনে পড়ে যায়। এ সময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে ব্রেক করেন গালিব। তখন পেছনে বসে থাকা সাংবাদিক মকসুদ আহমদ ছিটকে গিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে আহত হন। ঘটনাস্থলে প্রায় ৫ মিনিটি মকসুদ আহমদ ও গালিব পড়ে ছিলেন। 

পরবর্তীতে আহত অবস্থায় স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মকসুদ আহমদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ব্যাংক কর্মকর্তা গালিব হাসপাতালে ভর্তি রয়েছেন। 

আজ শুক্রবার বেলা আড়াইটায় তাঁর নিজ গ্রামের (মইয়ারচর) কেন্দ্রীয় জামে মসজিদে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে মকসুদ আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানের তাঁকে দাফন করা হয়। 

এদিকে, সাংবাদিক মকসুদের মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত