নিজস্ব প্রতিবেদক, সিলেট
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত গ্রেপ্তার ও তাঁর পাসপোর্ট জব্দ করার দাবিতে সিলেটে গণজমায়েত ও নাগরিক মিছিল হয়েছে। আজ সোমবার দুপুরে নগরের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রাণনাশের আশঙ্কা সৃষ্টি হয়েছে দাবি করে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বেনজীরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রাণনাশের আশঙ্কা সৃষ্টি হওয়ায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বেনজীরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মিছিলপূর্ব গণজমায়েতে বক্তারা ব্যারিস্টার সায়েদুল হক সুমনের প্রতি কৃতজ্ঞতা ও তাঁর পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও প্রায় ১৮ কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এ সংগঠন ১৯৯৮ সাল থেকে সিলেটের পুণ্যভূমি থেকে দেশের বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণ-আন্দোলন করে যাচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন বৃহত্তর সিলেটের কৃতী সন্তান ব্যারিস্টার সায়েদুল হক সুমন। গণমাধ্যমে আসা সাবেক আইজিপি বেনজীর আহমেদের অস্বাভাবিক সম্পদের খবরে দেশবাসী আজ হতবাক। এ বিষয়ে হাইকোর্ট বলেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদ বিবরণী আইন থাকা প্রয়োজন।’
বক্তারা আরও বলেন, সোনার বাংলাকে হিরার বাংলায় পরিণত করতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে সংবিধানে থাকা ন্যায়পাল নিয়োগ ও তাদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের কাছে জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করতে হবে।
গণজমায়েতে বলা হয়, রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি বাবদ গচ্চা ২৬ কোটি টাকা। ডিজিটাল হুন্ডির মাধ্যমে ৩ মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাচার করা অর্থ উদ্ধার। সনদ বাণিজ্যে জড়িত থাকার দায়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শাহেলা পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং বোর্ড চেয়ারম্যানসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার ঘোষিত দুর্নীতির ইশতেহার বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী।
এ সময় বক্তারা বলেন, বাজার সিন্ডিকেটদের শায়েস্তা করতে সরকারি প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ না করলে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের লাগাম টেনে না ধরতে পারলে ভবিষ্যতে দেশে দুর্নীতির ভয়াবহতা আরও বাড়বে ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য রফিকুল ইসলাম শিতাবের সঞ্চালনায় গণজমায়েতে প্রধান বক্তা ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
এ ছাড়া গণজমায়েতে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, মহিউদ্দিন আহমদ, ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, কেন্দ্রীয় সিনিয়র সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য, কামরান আহমদ, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সাহিদুর রহমান জুনু, অরুণ দেবনাথ, শহীদ আহমদ খান শিব্বির, ওসমান আলী, সন্তোষ দেব, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সেক্রেটারি শাহ মো. আব্দুর রহিম, সম্মিলিত নাট্য আন্দোলনের নেতা সঞ্জিত সরকার, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. ইমাম হোসেন, সিনিয়র সহসভাপতি নিয়াজ কুদ্দুস খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, অর্থ সম্পাদক বিজয় চন্দ্রনাথ বিপ্লব, সহ-অর্থ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী, মাস্টার নাসির উদ্দিন, সিলেট মহানগর হকার্স সমবায় সমিতির সেক্রেটারি খোকন ইসলাম, হকার্স নেতা শাহজাহান আহমদ ও পিয়ার হোসেন।
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত গ্রেপ্তার ও তাঁর পাসপোর্ট জব্দ করার দাবিতে সিলেটে গণজমায়েত ও নাগরিক মিছিল হয়েছে। আজ সোমবার দুপুরে নগরের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রাণনাশের আশঙ্কা সৃষ্টি হয়েছে দাবি করে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বেনজীরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রাণনাশের আশঙ্কা সৃষ্টি হওয়ায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বেনজীরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মিছিলপূর্ব গণজমায়েতে বক্তারা ব্যারিস্টার সায়েদুল হক সুমনের প্রতি কৃতজ্ঞতা ও তাঁর পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও প্রায় ১৮ কোটি মানুষের প্রাণের দাবি হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এ সংগঠন ১৯৯৮ সাল থেকে সিলেটের পুণ্যভূমি থেকে দেশের বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণ-আন্দোলন করে যাচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন বৃহত্তর সিলেটের কৃতী সন্তান ব্যারিস্টার সায়েদুল হক সুমন। গণমাধ্যমে আসা সাবেক আইজিপি বেনজীর আহমেদের অস্বাভাবিক সম্পদের খবরে দেশবাসী আজ হতবাক। এ বিষয়ে হাইকোর্ট বলেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদ বিবরণী আইন থাকা প্রয়োজন।’
বক্তারা আরও বলেন, সোনার বাংলাকে হিরার বাংলায় পরিণত করতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে সংবিধানে থাকা ন্যায়পাল নিয়োগ ও তাদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের কাছে জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করতে হবে।
গণজমায়েতে বলা হয়, রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি বাবদ গচ্চা ২৬ কোটি টাকা। ডিজিটাল হুন্ডির মাধ্যমে ৩ মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাচার করা অর্থ উদ্ধার। সনদ বাণিজ্যে জড়িত থাকার দায়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শাহেলা পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং বোর্ড চেয়ারম্যানসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার ঘোষিত দুর্নীতির ইশতেহার বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী।
এ সময় বক্তারা বলেন, বাজার সিন্ডিকেটদের শায়েস্তা করতে সরকারি প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ না করলে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের লাগাম টেনে না ধরতে পারলে ভবিষ্যতে দেশে দুর্নীতির ভয়াবহতা আরও বাড়বে ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য রফিকুল ইসলাম শিতাবের সঞ্চালনায় গণজমায়েতে প্রধান বক্তা ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
এ ছাড়া গণজমায়েতে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, মহিউদ্দিন আহমদ, ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, কেন্দ্রীয় সিনিয়র সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য, কামরান আহমদ, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সাহিদুর রহমান জুনু, অরুণ দেবনাথ, শহীদ আহমদ খান শিব্বির, ওসমান আলী, সন্তোষ দেব, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সেক্রেটারি শাহ মো. আব্দুর রহিম, সম্মিলিত নাট্য আন্দোলনের নেতা সঞ্জিত সরকার, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. ইমাম হোসেন, সিনিয়র সহসভাপতি নিয়াজ কুদ্দুস খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, অর্থ সম্পাদক বিজয় চন্দ্রনাথ বিপ্লব, সহ-অর্থ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী, মাস্টার নাসির উদ্দিন, সিলেট মহানগর হকার্স সমবায় সমিতির সেক্রেটারি খোকন ইসলাম, হকার্স নেতা শাহজাহান আহমদ ও পিয়ার হোসেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২ ঘণ্টা আগে