হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে সমাবেশকে ঘিরে বিএনপি ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ব্যাপক রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত শতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডা. মোশাররফ।
সকালে শায়েস্তানগর প্রবেশমুখে রাস্তায় সমাবেশ করায় এতে বাঁধা দেয় পুলিশ। এ নিয়ে বিএনপি ও পুলিশের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিএনপি নেতাকর্মীরা যেন কার্যালয়ের সামনে থেকে প্রধান রাস্তায় বের হতে না পারে সে জন্য পুলিশ রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে রাখে।
বেলা দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যুবদল নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশ ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শায়েস্তানগর পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়।
একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা। কিছুক্ষণ পরে আবারও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আরেক দফা সংঘর্ষ বাঁধে। বেলা আড়াইটার দিকে বিএনপি নেতাকর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়।
সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুর রহমান সিতু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আশফাক, মোশাহিদ আহমেদ।
সংঘর্ষের পর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছের বাসভবনে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডা. মোশাররফ। এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসা করাতে সরকার যে বাঁধা সৃষ্টি করছে সেই বাঁধা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা হবিগঞ্জে সমাবেশ করতে এসেছিলাম। কিন্তু সরকারের নির্দেশে হবিগঞ্জের প্রশাসন আমাদেরকে সমাবেশ করতে দেয়নি। সমাবেশ আসতে বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের বাঁধা দেওয়া হয়েছে।
মোশাররফ বলেন, ‘পুলিশ আমাদের সমাবেশ মঞ্চের চারপাশ ব্যারিকেড দিয়ে রেখেছে। তারা আমাদের নেতাকর্মীদের ওপর বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।’
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা রাস্তায় সমাবেশ করতে চেয়েছে। যে কারণে আমরা তাদেরকে বাঁধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে শতশত বিএনপি নেতাকর্মীরা পুলিশরে ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়।’
পুলিশ সুপার বলেন, ‘সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে কি পরিমাণ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে সেটির হিসেব এখনো করা হয়নি।’
হবিগঞ্জে সমাবেশকে ঘিরে বিএনপি ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ব্যাপক রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত শতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডা. মোশাররফ।
সকালে শায়েস্তানগর প্রবেশমুখে রাস্তায় সমাবেশ করায় এতে বাঁধা দেয় পুলিশ। এ নিয়ে বিএনপি ও পুলিশের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিএনপি নেতাকর্মীরা যেন কার্যালয়ের সামনে থেকে প্রধান রাস্তায় বের হতে না পারে সে জন্য পুলিশ রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে রাখে।
বেলা দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যুবদল নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশ ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শায়েস্তানগর পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়।
একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা। কিছুক্ষণ পরে আবারও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আরেক দফা সংঘর্ষ বাঁধে। বেলা আড়াইটার দিকে বিএনপি নেতাকর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়।
সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুর রহমান সিতু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আশফাক, মোশাহিদ আহমেদ।
সংঘর্ষের পর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছের বাসভবনে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডা. মোশাররফ। এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসা করাতে সরকার যে বাঁধা সৃষ্টি করছে সেই বাঁধা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা হবিগঞ্জে সমাবেশ করতে এসেছিলাম। কিন্তু সরকারের নির্দেশে হবিগঞ্জের প্রশাসন আমাদেরকে সমাবেশ করতে দেয়নি। সমাবেশ আসতে বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের বাঁধা দেওয়া হয়েছে।
মোশাররফ বলেন, ‘পুলিশ আমাদের সমাবেশ মঞ্চের চারপাশ ব্যারিকেড দিয়ে রেখেছে। তারা আমাদের নেতাকর্মীদের ওপর বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।’
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা রাস্তায় সমাবেশ করতে চেয়েছে। যে কারণে আমরা তাদেরকে বাঁধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে শতশত বিএনপি নেতাকর্মীরা পুলিশরে ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়।’
পুলিশ সুপার বলেন, ‘সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে কি পরিমাণ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে সেটির হিসেব এখনো করা হয়নি।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৬ ঘণ্টা আগে