শাবিপ্রবি প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি চলাকালে প্রবল বৃষ্টি শুরু হলেও সরে যাননি আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায়ে বৃষ্টিকে গায়ে মেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। দফায় দফায় প্রবলবেগে বৃষ্টি হলেও আন্দোলনে অনড় ছিলেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। যা সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধে বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতা করছেন।
আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন মিয়া, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারে না। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহাতেই হবে। তবে অন্যান্য যাত্রীরা তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি চলাকালে প্রবল বৃষ্টি শুরু হলেও সরে যাননি আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায়ে বৃষ্টিকে গায়ে মেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। দফায় দফায় প্রবলবেগে বৃষ্টি হলেও আন্দোলনে অনড় ছিলেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। যা সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধে বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতা করছেন।
আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন মিয়া, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারে না। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহাতেই হবে। তবে অন্যান্য যাত্রীরা তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১১ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
২৯ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১ ঘণ্টা আগে