নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের একটি স্থানীয় দৈনিকের কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবু (৩৬) হত্যা মামলায় গ্রেপ্তার ফয়সল আহমদকে (৩২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে নগরের শাহী ঈদগাহ এলাকার হাজারীবাগের ৪৮ নম্বর বাসার আব্দুল মুকিতের ছেলে।
আজ সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, ফয়সল স্বেচ্ছাসেবক দলের নেতা। তবে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকে ফয়সলের ছবি পাঠিয়ে জানতে চাইলে তাঁরা বলেন, এই ব্যক্তির স্বেচ্ছাসেবক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পুলিশের প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদের ফয়সল আহমদ জানায় তারা কয়েকজন মিলে অমিত দাস শিবুকে ঘটনার সময় অর্থাৎ গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারে। একপর্যায়ে তাদের একজন (আক্রমণকারী) অমিতের ব্যবহৃত হেলমেট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। মারপিটের একপর্যায়ে অমিত অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। ফয়সলরা অমিতের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।’
বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, ফয়সল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ অনেক অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
জানতে চাইলে এসএমপির উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তের স্বার্থে আপাতত হত্যার কারণ বলছি না। জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার ফয়সলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। আশা করি বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবো।’
এরআগে শনিবার রাতে নগরের ঈদগাহ এলাকার হাজারিবাগ থেকে ফয়ছল আহমদকে আটক করা হয়। একইদিন দুপুরে নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে অমিত দাস শিবুর লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেটের একটি স্থানীয় দৈনিকের কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবু (৩৬) হত্যা মামলায় গ্রেপ্তার ফয়সল আহমদকে (৩২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে নগরের শাহী ঈদগাহ এলাকার হাজারীবাগের ৪৮ নম্বর বাসার আব্দুল মুকিতের ছেলে।
আজ সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, ফয়সল স্বেচ্ছাসেবক দলের নেতা। তবে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকে ফয়সলের ছবি পাঠিয়ে জানতে চাইলে তাঁরা বলেন, এই ব্যক্তির স্বেচ্ছাসেবক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পুলিশের প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদের ফয়সল আহমদ জানায় তারা কয়েকজন মিলে অমিত দাস শিবুকে ঘটনার সময় অর্থাৎ গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারে। একপর্যায়ে তাদের একজন (আক্রমণকারী) অমিতের ব্যবহৃত হেলমেট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। মারপিটের একপর্যায়ে অমিত অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। ফয়সলরা অমিতের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।’
বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, ফয়সল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ অনেক অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
জানতে চাইলে এসএমপির উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তের স্বার্থে আপাতত হত্যার কারণ বলছি না। জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার ফয়সলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। আশা করি বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবো।’
এরআগে শনিবার রাতে নগরের ঈদগাহ এলাকার হাজারিবাগ থেকে ফয়ছল আহমদকে আটক করা হয়। একইদিন দুপুরে নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে অমিত দাস শিবুর লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
২৬ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
৪২ মিনিট আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগে