সিলেটে চোরাই চিনি ছিনতাইয়ের চেষ্টা, বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৬ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৭: ৩৪

সিলেটের ওসমানীনগরে ভারতীয় চোরাই চিনির ট্রাক ছিনতাইয় চেষ্টার অভিযোগে দুই বিএনপি নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় চিনির চালান ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, গাড়ি, মাইক্রোবাস ও চোরাই চিনিভর্তি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকে বালুর আস্তরণের নিচ থেকে ২০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।

ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট মহানগর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার ভার্থখলা সোনালি-২২ বাসার মৃত দিলু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৩), ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ভার্থখলা রূপালী আবাসিক এলাকার ৪৫ নম্বর বাসার মৃত ছানা মিয়ার ছেলে মো. সুলেমান হোসেন সুমন (৪২)।

চিনি চোরাচালানে জড়িত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের শাহপরান থানাধীন বটেশ্বর মলাইটিলা এলাকার মৃত করম আলীর ছেলে মনির আহাম্মেদ (৩২), জৈন্তাপুর বাঘেরখাল এলাকার মো. মনতাজ আলীর ছেলে তোফায়েল আহাম্মেদ (২৬), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহিন আহাম্মেদ (২৫), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ৩য় খণ্ডের মো. মঈন উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই চিনির ট্রাকটি পেছন থেকে ধাওয়া করেন বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন। তাঁরা শেরপুর এলাকায় পৌঁছার পর ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। স্থানীয়রা বুঝতে পেরে তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। তখন আটক দুজন নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন।

ওসমানীনগর সার্কেলের (ওসমানীনগর, বিশ্বনাথ ও বালাগঞ্জ) অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জনতার সহায়তায় আমরা ছয়জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ছিনতাই ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।’

sylhet-2বিএনপি নেতাকে বহিষ্কার 
এ ঘটনায় গ্রেপ্তার দুই বিএনপি নেতা আব্দুল মান্নান ও সুলেমান হোসেন সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপ, দলের ভাবমূর্তি বিনষ্ট করা ও অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ সব পদ থেকে আব্দুল মান্নান ও সুলেমান হোসেন সুমনকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘যত ত্যাগী নেতাই হোন না কেন, দলের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপ, ভাবমূর্তি বিনষ্ট করা ও অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ উঠলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন কারও বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কাজে দেশ ও দলের স্বার্থে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত