কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সরস্বতীপূজা উপলক্ষে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। শিল্পীরা প্রতিমার গায়ে রংতুলির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী বৃহস্পতিবার বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
আজ মঙ্গলবার সকালে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরস্বতীপূজাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে দিন-রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মাটির কাজ শেষে রং দেওয়া এবং প্রতিমায় পোশাক ও অলংকার পরিয়ে দৃষ্টিনন্দনের কাজ চলছে।
উপজেলার মাধবপুর ইউনিয়নের জবলারপাড় গ্রামের প্রতিমাশিল্পী বিলাস কুমার সিংহ জানান, তিনি সরস্বতীপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির, আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করছেন। প্রতিটি প্রতিমা ১ হাজার ৫০০ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন।
কুমার সিংহের প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করার সময় তাঁর মেয়ে অনুরাধা সিংহা বলেন, ‘প্রতিমা তৈরি করা আমাদের ঐতিহ্য। সময় পেলে আমি বাবার কাজে সহযোগিতা করি।’
উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক পাল বলেন, সনাতন ধর্মের শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন।
কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দিবা চক্রবর্তী জানায়, সে প্রতিবছর দেবীর কাছে বিদ্যার জন্য প্রার্থনা করে। এবারও বিদ্যালাভ ও দেশ-জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করবে সে।
কমলগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ বলেন, ‘কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বাসাবাড়িতে সরস্বতীপূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা সম্পন্ন হবে।’
মৌলভীবাজারের কমলগঞ্জে সরস্বতীপূজা উপলক্ষে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। শিল্পীরা প্রতিমার গায়ে রংতুলির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী বৃহস্পতিবার বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
আজ মঙ্গলবার সকালে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরস্বতীপূজাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে দিন-রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মাটির কাজ শেষে রং দেওয়া এবং প্রতিমায় পোশাক ও অলংকার পরিয়ে দৃষ্টিনন্দনের কাজ চলছে।
উপজেলার মাধবপুর ইউনিয়নের জবলারপাড় গ্রামের প্রতিমাশিল্পী বিলাস কুমার সিংহ জানান, তিনি সরস্বতীপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির, আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করছেন। প্রতিটি প্রতিমা ১ হাজার ৫০০ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন।
কুমার সিংহের প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করার সময় তাঁর মেয়ে অনুরাধা সিংহা বলেন, ‘প্রতিমা তৈরি করা আমাদের ঐতিহ্য। সময় পেলে আমি বাবার কাজে সহযোগিতা করি।’
উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক পাল বলেন, সনাতন ধর্মের শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন।
কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দিবা চক্রবর্তী জানায়, সে প্রতিবছর দেবীর কাছে বিদ্যার জন্য প্রার্থনা করে। এবারও বিদ্যালাভ ও দেশ-জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করবে সে।
কমলগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ বলেন, ‘কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বাসাবাড়িতে সরস্বতীপূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা সম্পন্ন হবে।’
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
৩১ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৪১ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে