নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে, তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে সাত দিনব্যাপী অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে আজ বুধবার উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল।
জাফর ইকবাল বলেন, ‘সরকারের উচ্চমহলের সঙ্গে কথা বলে আমি এবং আমার স্ত্রী বুধবার ভোরে ক্যাম্পাসে এসে পৌঁছেছি। এসেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আমরা বলেছি, তোমাদের প্রাণ অনেক মূল্যবান। এরপর আমরা তাঁদের অনশন ভাঙার অনুরোধ করেছি। তারা কথা রেখেছে।’
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাফর ইকবাল বলেন, ‘আমাদের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভেঙেছে, এমন আনন্দ আমি আর কোনো দিন পাইনি।’
জাফর ইকবাল বলেন, ‘এখানকার শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। যখন আমি এখানে এসে দেখলাম অনশন করা শিক্ষার্থীদের চিকিৎসার জন্য কোনো মেডিকেল টিম নেই, তখন আমি খুবই ব্যথা পেয়েছি। পাশাপাশি এই শিক্ষার্থীদের যারা টাকা-পয়সা দিয়ে পাশে ছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে। এদের দ্রুত মুক্তি দিতে হবে।’
বেনামি মামলা বন্ধের কথা বলে জাফর ইকবাল বলেন, ‘অজ্ঞাত আসামি উল্লেখ করে একাধিক মামলা করা হয়েছে। পরে সুবিধামতো সেখানে শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হবে। আমি অনতিবিলম্বে এসব বন্ধ করার অনুরোধ করছি।’
সরকারের উচ্চমহলের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘তাঁরা (উচ্চমহল) আমাকে যে কথাগুলো দিয়েছেন, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি সেটা না হয়, তাহলে বুঝে নেব সরকারের উচ্চমহল শুধু শিক্ষার্থী নয়, আমার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।’
এ সময় জাফর ইকবাল উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এর আগে, আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে উপস্থিত ২৬ জন শিক্ষার্থী সাবেক অধ্যাপক জাফর ইকবালের অনুরোধে পানি পান করে অনশন ভাঙেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে, তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে সাত দিনব্যাপী অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে আজ বুধবার উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল।
জাফর ইকবাল বলেন, ‘সরকারের উচ্চমহলের সঙ্গে কথা বলে আমি এবং আমার স্ত্রী বুধবার ভোরে ক্যাম্পাসে এসে পৌঁছেছি। এসেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আমরা বলেছি, তোমাদের প্রাণ অনেক মূল্যবান। এরপর আমরা তাঁদের অনশন ভাঙার অনুরোধ করেছি। তারা কথা রেখেছে।’
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাফর ইকবাল বলেন, ‘আমাদের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভেঙেছে, এমন আনন্দ আমি আর কোনো দিন পাইনি।’
জাফর ইকবাল বলেন, ‘এখানকার শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে তা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। যখন আমি এখানে এসে দেখলাম অনশন করা শিক্ষার্থীদের চিকিৎসার জন্য কোনো মেডিকেল টিম নেই, তখন আমি খুবই ব্যথা পেয়েছি। পাশাপাশি এই শিক্ষার্থীদের যারা টাকা-পয়সা দিয়ে পাশে ছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে। এদের দ্রুত মুক্তি দিতে হবে।’
বেনামি মামলা বন্ধের কথা বলে জাফর ইকবাল বলেন, ‘অজ্ঞাত আসামি উল্লেখ করে একাধিক মামলা করা হয়েছে। পরে সুবিধামতো সেখানে শিক্ষার্থীদের নাম ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হবে। আমি অনতিবিলম্বে এসব বন্ধ করার অনুরোধ করছি।’
সরকারের উচ্চমহলের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘তাঁরা (উচ্চমহল) আমাকে যে কথাগুলো দিয়েছেন, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি সেটা না হয়, তাহলে বুঝে নেব সরকারের উচ্চমহল শুধু শিক্ষার্থী নয়, আমার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।’
এ সময় জাফর ইকবাল উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এর আগে, আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে উপস্থিত ২৬ জন শিক্ষার্থী সাবেক অধ্যাপক জাফর ইকবালের অনুরোধে পানি পান করে অনশন ভাঙেন।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩ ঘণ্টা আগে