কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী চেষ্টা চালিয়ে তা দ্রুত নিভিয়ে ফেলেন। আজ শনিবার উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সনজিত কুমার দাস উপজেলার পূর্ব-দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক।
সনজিত কুমার দাস অভিযোগ করেন, আজ ভোরে দুর্বৃত্তরা তাঁর বসতঘরসংলগ্ন গ্যারেজে থাকা ট্রাকে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই গাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় আগুন পাশের বসতঘরের দিকে ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন। এতে বসতঘরটি রক্ষা পায়। ট্রাকটি পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, এর আগে গত ১০ আগস্ট রাতে গ্যারেজ থেকে ৪০০ কেজি রড চুরি হয়। ৮ অক্টোবর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৬০–৭০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়। এর দুই দিন পর (১০ অক্টোবর) বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এসব ব্যাপারে আজ তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে বড়লেখা ফায়ার স্টেশন অফিসার মোল্লা শামীম আহমদ জানান, বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ ভোরে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হন। কিন্তু, কাছাকাছি পৌঁছামাত্র ভুক্তভোগীর (সনজিত দাস) পক্ষ থেকে জানানো হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর তাঁরা ফিরে যান। গ্যারেজে ট্রাক পুড়ার তথ্য তিনি দেননি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদার সনজিত দাসের বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ বা ট্রাক পুড়ে যাওয়ার ও রড চুরির ঘটনা পুলিশকে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী চেষ্টা চালিয়ে তা দ্রুত নিভিয়ে ফেলেন। আজ শনিবার উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সনজিত কুমার দাস উপজেলার পূর্ব-দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক।
সনজিত কুমার দাস অভিযোগ করেন, আজ ভোরে দুর্বৃত্তরা তাঁর বসতঘরসংলগ্ন গ্যারেজে থাকা ট্রাকে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই গাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় আগুন পাশের বসতঘরের দিকে ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন। এতে বসতঘরটি রক্ষা পায়। ট্রাকটি পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, এর আগে গত ১০ আগস্ট রাতে গ্যারেজ থেকে ৪০০ কেজি রড চুরি হয়। ৮ অক্টোবর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৬০–৭০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়। এর দুই দিন পর (১০ অক্টোবর) বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এসব ব্যাপারে আজ তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে বড়লেখা ফায়ার স্টেশন অফিসার মোল্লা শামীম আহমদ জানান, বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ ভোরে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হন। কিন্তু, কাছাকাছি পৌঁছামাত্র ভুক্তভোগীর (সনজিত দাস) পক্ষ থেকে জানানো হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর তাঁরা ফিরে যান। গ্যারেজে ট্রাক পুড়ার তথ্য তিনি দেননি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদার সনজিত দাসের বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ বা ট্রাক পুড়ে যাওয়ার ও রড চুরির ঘটনা পুলিশকে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
৩৩ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে