নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরীতে হিট স্ট্রোকে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার নগরীর দক্ষিণ সুরমা কাজির বাজার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, প্রচণ্ড গরমে রিকশা চালানোয় হিট স্ট্রোকে ওই চালক মারা গেছেন। তবে চিকিৎসক ও আবহাওয়া অফিস বলছে, সিলেটে হিট স্ট্রোক করার মতো তাপমাত্রা নয়।
মৃত ব্যক্তির নাম মো. আবু হানিফ মিয়া (৩৪), তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার মাদনা এলাকার শিবপুর নামাহাটি গ্রামের মো. করম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে কাজীর বাজার ব্রিজ হয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় খোজারখলা পুলিশ বক্সের সামনে জ্ঞান হারিয়ে ওই ব্যক্তি রিকশা থেকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-অতিরিক্ত গরমে রিকশাচালক হানিফ হিট স্ট্রোক করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’
এ বিষয়ে সিলেট ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটের তাপমাত্রা দেশের অন্যান্য জায়গার মতো নয়। তবুও আমাদের আরও সতর্ক থাকা দরকার। প্রচণ্ড গরমে বিশেষ করে রোদে কাজ করার সময় অস্বস্তি লাগলে ঠান্ডা বা ছায়ায় যেতে হবে। না হলে অতিরিক্ত হিটেড হয়ে দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে। তবে এখন পর্যন্ত সিলেটের তাপমাত্রা হিট স্ট্রোক করার মতো নয়। রিকশাচালক হানিফ মিয়ার মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না।’
আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়া পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ও বেলা ৩টায় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা সিলেট অঞ্চলের স্বাভাবিক তাপমাত্রা। চলতি মাসেও দুদিন (১৩ ও ১৪ এপ্রিল) ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল তাপমাত্রা। এই তাপমাত্রায়ও অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হতে পারে। তবে এ বছর তাপমাত্রা আরও বাড়বে।’
সিলেট নগরীতে হিট স্ট্রোকে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার নগরীর দক্ষিণ সুরমা কাজির বাজার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, প্রচণ্ড গরমে রিকশা চালানোয় হিট স্ট্রোকে ওই চালক মারা গেছেন। তবে চিকিৎসক ও আবহাওয়া অফিস বলছে, সিলেটে হিট স্ট্রোক করার মতো তাপমাত্রা নয়।
মৃত ব্যক্তির নাম মো. আবু হানিফ মিয়া (৩৪), তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার মাদনা এলাকার শিবপুর নামাহাটি গ্রামের মো. করম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে কাজীর বাজার ব্রিজ হয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় খোজারখলা পুলিশ বক্সের সামনে জ্ঞান হারিয়ে ওই ব্যক্তি রিকশা থেকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-অতিরিক্ত গরমে রিকশাচালক হানিফ হিট স্ট্রোক করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’
এ বিষয়ে সিলেট ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটের তাপমাত্রা দেশের অন্যান্য জায়গার মতো নয়। তবুও আমাদের আরও সতর্ক থাকা দরকার। প্রচণ্ড গরমে বিশেষ করে রোদে কাজ করার সময় অস্বস্তি লাগলে ঠান্ডা বা ছায়ায় যেতে হবে। না হলে অতিরিক্ত হিটেড হয়ে দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে। তবে এখন পর্যন্ত সিলেটের তাপমাত্রা হিট স্ট্রোক করার মতো নয়। রিকশাচালক হানিফ মিয়ার মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না।’
আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়া পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ও বেলা ৩টায় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা সিলেট অঞ্চলের স্বাভাবিক তাপমাত্রা। চলতি মাসেও দুদিন (১৩ ও ১৪ এপ্রিল) ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল তাপমাত্রা। এই তাপমাত্রায়ও অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হতে পারে। তবে এ বছর তাপমাত্রা আরও বাড়বে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
১০ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১১ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৮ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২৪ মিনিট আগে