নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরের বন্দরবাজারে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হয়েছেন।
সিএনজিচালিত অটোরিকশাসহ ৩০-৩৫টি গাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে। প্রায় ঘণ্টা তিনেক সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার পর বেলা ৩টার দিকে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষকে বৈঠকে বসানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শুরু হওয়া সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া বেলা ৩টা পর্যন্ত চলে। যত্রতত্র পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা পৌনে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে থামিয়ে বৈঠকে বসানোর উদ্যোগ নেয়।
ঘটনার পর বন্দরবাজার এলাকা অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। বৈঠক শেষে বিকেল ৪টার দিকে তাঁরা রাস্তার অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) শাহরিয়ার আলম।
বিকেল সাড়ে ৪টায় তিনি বলেন, ‘যত্রতত্র পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমাদের মধ্যস্থতায় উভয় পক্ষ বৈঠক করেছেন। ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে আবার বৈঠক হবে। আশা করি, সেখানে সুন্দর সমাধান হবে। চালকেরা রাস্তার অবরোধ তুলে নিয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক। জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা পার্কিং ও যাত্রী ওঠানো-নামানো নিয়ে বেশ কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আজ বেলা ১টার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন।
এ সময় ওই অটোচালক ও ব্যবসায়ীদের বাগ্বিতণ্ডা শুরু হলে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের দিকে মারমুখী হন এবং দুপক্ষের মাঝে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অটোচালকেরা পিছু হটেন। এর কিছুক্ষণ পর ফের তাঁদের ধাওয়া করে বন্দরবাজার ছাড়া করেন ব্যবসায়ীরা।
সে সময় অজস্র ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় সিটি মার্কেটের পাঁচটি দোকান, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাসহ ৩০-৩৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের ১৫-২০ জন আহত হন।
ব্যবসায়ী সাঈদ বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে সিটি মার্কেটের সামনে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং ও যাত্রী ওঠানো-নামানো না করতে নিষেধ করছেন। সিটি করপোরেশন কর্তৃপক্ষও দিয়েছে এমন নির্দেশনা।
তিনি বলেন, কোনো নির্দেশনা না মেনে চালকেরা সকাল থেকে রাত পর্যন্ত সিটি মার্কেট, সিটি করপোরেশন, কুদরত উল্লাহ মসজিদ মার্কেট ও পোস্ট অফিসের সামনে সড়ক দখল করে পার্কিং করে রাখে, করে যাত্রী ওঠানামা। প্রথমে সবজিওয়ালারা, তারপর সিএনজিওয়ালা। রাস্তায় দাঁড়িয়ে এসব করে যাচ্ছে। বিষয়টি নিয়ে আজ কথা বলতে গেলে চালকেরা মারমুখী আচরণ করে এবং ব্যবসায়ীকে মারধর করে সিটি মার্কেটের পাঁচটি দোকান ভাঙচুর করেন।
অপর দিকে চালক মো. জুয়েল আহমদ বলেন, ‘সিটি মার্কেটের একটি দোকানের সামনে গাড়ি দাঁড় করলে দোকানদার সরাতে বলেন। তখন সামনের গাড়ি সরলে তিনি সরে যাবেন বলে জানান। এ সময় হঠাৎ এই ব্যবসায়ী গাড়ির ওপর ময়লা পানি ফেলে দেন। তখন কথা-কাটাকাটি, পাল্টাপাল্টি ধাওয়া, মারামারি শুরু হয়। আমরা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলাম। এরই মাঝে ব্যবসায়ীরা তাঁদের ওপর হামলা করেছেন। এর সঠিক বিচার চাই আমরা।’
এসএমপির উপকমিশনার (উত্তর) শাহরিয়ার আলম বলেন, ‘সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের ৮–১০ জন আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশাসহ ৩০-৩৫টি গাড়ি ও ৫টি দোকান ভাঙচুর করা হয়েছে।’
সিলেট নগরের বন্দরবাজারে ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হয়েছেন।
সিএনজিচালিত অটোরিকশাসহ ৩০-৩৫টি গাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে। প্রায় ঘণ্টা তিনেক সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার পর বেলা ৩টার দিকে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষকে বৈঠকে বসানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শুরু হওয়া সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া বেলা ৩টা পর্যন্ত চলে। যত্রতত্র পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা পৌনে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে থামিয়ে বৈঠকে বসানোর উদ্যোগ নেয়।
ঘটনার পর বন্দরবাজার এলাকা অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। বৈঠক শেষে বিকেল ৪টার দিকে তাঁরা রাস্তার অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) শাহরিয়ার আলম।
বিকেল সাড়ে ৪টায় তিনি বলেন, ‘যত্রতত্র পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমাদের মধ্যস্থতায় উভয় পক্ষ বৈঠক করেছেন। ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে আবার বৈঠক হবে। আশা করি, সেখানে সুন্দর সমাধান হবে। চালকেরা রাস্তার অবরোধ তুলে নিয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক। জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা পার্কিং ও যাত্রী ওঠানো-নামানো নিয়ে বেশ কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আজ বেলা ১টার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন।
এ সময় ওই অটোচালক ও ব্যবসায়ীদের বাগ্বিতণ্ডা শুরু হলে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের দিকে মারমুখী হন এবং দুপক্ষের মাঝে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অটোচালকেরা পিছু হটেন। এর কিছুক্ষণ পর ফের তাঁদের ধাওয়া করে বন্দরবাজার ছাড়া করেন ব্যবসায়ীরা।
সে সময় অজস্র ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় সিটি মার্কেটের পাঁচটি দোকান, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাসহ ৩০-৩৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের ১৫-২০ জন আহত হন।
ব্যবসায়ী সাঈদ বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে সিটি মার্কেটের সামনে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং ও যাত্রী ওঠানো-নামানো না করতে নিষেধ করছেন। সিটি করপোরেশন কর্তৃপক্ষও দিয়েছে এমন নির্দেশনা।
তিনি বলেন, কোনো নির্দেশনা না মেনে চালকেরা সকাল থেকে রাত পর্যন্ত সিটি মার্কেট, সিটি করপোরেশন, কুদরত উল্লাহ মসজিদ মার্কেট ও পোস্ট অফিসের সামনে সড়ক দখল করে পার্কিং করে রাখে, করে যাত্রী ওঠানামা। প্রথমে সবজিওয়ালারা, তারপর সিএনজিওয়ালা। রাস্তায় দাঁড়িয়ে এসব করে যাচ্ছে। বিষয়টি নিয়ে আজ কথা বলতে গেলে চালকেরা মারমুখী আচরণ করে এবং ব্যবসায়ীকে মারধর করে সিটি মার্কেটের পাঁচটি দোকান ভাঙচুর করেন।
অপর দিকে চালক মো. জুয়েল আহমদ বলেন, ‘সিটি মার্কেটের একটি দোকানের সামনে গাড়ি দাঁড় করলে দোকানদার সরাতে বলেন। তখন সামনের গাড়ি সরলে তিনি সরে যাবেন বলে জানান। এ সময় হঠাৎ এই ব্যবসায়ী গাড়ির ওপর ময়লা পানি ফেলে দেন। তখন কথা-কাটাকাটি, পাল্টাপাল্টি ধাওয়া, মারামারি শুরু হয়। আমরা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলাম। এরই মাঝে ব্যবসায়ীরা তাঁদের ওপর হামলা করেছেন। এর সঠিক বিচার চাই আমরা।’
এসএমপির উপকমিশনার (উত্তর) শাহরিয়ার আলম বলেন, ‘সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের ৮–১০ জন আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশাসহ ৩০-৩৫টি গাড়ি ও ৫টি দোকান ভাঙচুর করা হয়েছে।’
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
২৬ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৩৬ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে