সিলেট প্রতিনিধি
সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাংবাদিকসহ তিনজন। গতকাল বুধবার বিকেলে নগরের আম্বরখানা পয়েন্টের এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন এখন টেলিভিশনের সিলেট ব্যুরো রিপোর্টার শাহ রাকিবুল হাসান রাফি, চিত্রগ্রাহক অনিল কুমার পাল ও চালক রুহেল আহমেদ। রাফি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।
আজকের পত্রিকাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আটক ব্যক্তিরা থানায় রয়েছেন। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’
আটক চারজন হলেন সুনামগঞ্জের ধর্মপাশার মোহাম্মদ আলীর ছেলে রুকেল (৩৫), দিরাইয়ের ফারুক আহমদের ছেলে রাজু আহমদ (৩৪), সদরের আব্দুল্লাহর ছেলে শাহীন মিয়া (২৬) ও সিলেটের টুকের বাজারের নাসির উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২৬)। আটক ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশাচালক।
গতকাল বিকেলে ইফতারের সংবাদের তথ্য ও চিত্র ধারণের জন্য আম্বরখানা পয়েন্টে যান রাফি ও ক্যামেরাপারসন অনিল। এখন টেলিভিশনের গাড়ি সেখানে রাখলে তা সরিয়ে নিতে বলতে গিয়ে গাড়িতে থাপ্পড় দিতে থাকেন অটোরিকশাচালকেরা। এর প্রতিবাদ করতে গেলে রাফিসহ তাঁর সহকর্মীদের ওপর হামলা করেন তাঁরা। এ সময় হাতে গুরুতর আঘাত পান রাফি। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হামলায় আহত রাফি বলেন, ‘হামলায় আমার বাঁ হাতের একটি আঙুলে গুরুতর আঘাত পেয়েছি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছি।’
সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাংবাদিকসহ তিনজন। গতকাল বুধবার বিকেলে নগরের আম্বরখানা পয়েন্টের এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন এখন টেলিভিশনের সিলেট ব্যুরো রিপোর্টার শাহ রাকিবুল হাসান রাফি, চিত্রগ্রাহক অনিল কুমার পাল ও চালক রুহেল আহমেদ। রাফি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।
আজকের পত্রিকাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আটক ব্যক্তিরা থানায় রয়েছেন। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’
আটক চারজন হলেন সুনামগঞ্জের ধর্মপাশার মোহাম্মদ আলীর ছেলে রুকেল (৩৫), দিরাইয়ের ফারুক আহমদের ছেলে রাজু আহমদ (৩৪), সদরের আব্দুল্লাহর ছেলে শাহীন মিয়া (২৬) ও সিলেটের টুকের বাজারের নাসির উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২৬)। আটক ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশাচালক।
গতকাল বিকেলে ইফতারের সংবাদের তথ্য ও চিত্র ধারণের জন্য আম্বরখানা পয়েন্টে যান রাফি ও ক্যামেরাপারসন অনিল। এখন টেলিভিশনের গাড়ি সেখানে রাখলে তা সরিয়ে নিতে বলতে গিয়ে গাড়িতে থাপ্পড় দিতে থাকেন অটোরিকশাচালকেরা। এর প্রতিবাদ করতে গেলে রাফিসহ তাঁর সহকর্মীদের ওপর হামলা করেন তাঁরা। এ সময় হাতে গুরুতর আঘাত পান রাফি। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হামলায় আহত রাফি বলেন, ‘হামলায় আমার বাঁ হাতের একটি আঙুলে গুরুতর আঘাত পেয়েছি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছি।’
মদপানে নড়াইলের নড়াগাতি মালোপাড়ায় পূজা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ওই ছাত্রীর মৃত্যু হলেও আজ (বুধবার) খবরটি জানাজানি হয়।
৭ মিনিট আগেচট্টগ্রামে মো. নয়ন (২৪) নামের ধর্ষণ মামলার এক আসামি আদালতের হাজতখানায় ধারালো বস্তু দিয়ে হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতে মহানগর কোর্ট হাজতখানায় এই ঘটনা ঘটে। তবে গুরুতর কোনো আঘাত না পাওয়ায় ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে পাঠানো হয়।
৯ মিনিট আগেকক্সবাজার চকরিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী আবু মিয়া (৭৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১০ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে গ্রামের বাড়ি পাবনা সদরের রাজাপুরে যাচ্ছিলেন ফরিদুল ইসলাম (৩৪)। রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রীর সঙ্গে তিনিও লাশ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২২ মিনিট আগে