সুনামগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে একাই শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা জানানোর পর মেয়র নাদের ধুলা জমে থাকা বঙ্গবন্ধুর ছবি হাত দিয়ে মুছে দেন এবং আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশত্যাগের পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। অনেকেই আবার প্রাণ বাঁচাতে গা ঢাকা দেন। আজ সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দেখা যায়নি কোনো নেতা-কর্মীকে। টানানো হয়নি জাতীয় ও দলীয় পতাকা।
এদিকে জেলার অধিকাংশ নেতা-কর্মী ঘা ডাকা দিলেও ব্যতিক্রম অবস্থানে আছেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত। তিনি ৬ আগস্ট থেকেই পৌরসভায় দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন নাগরিক সেবা। আর এতেই খুশি পৌরবাসী।
আলীপাড়ার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘দেশের অনেক জায়গায় পৌরসভা কিংবা সিটি করপোরেশনে সেবা বন্ধ রয়েছে। কিন্তু জীবনের ঝুঁকি আছে জেনেও নাদের বখত প্রতিনিয়ত পৌরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। আমরা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে যাব। এখন আওয়ামী লীগের দুঃসময়, এখন আমাদের সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে শেখ হাসিনার জন্য। যাঁরা পলাতক আছেন, আমি বিশ্বাস করি তাঁরা দ্রুত রাজনীতির মাঠে ফিরে আসবেন। সেই সঙ্গে আমরা মুজিব আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে একাই শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা জানানোর পর মেয়র নাদের ধুলা জমে থাকা বঙ্গবন্ধুর ছবি হাত দিয়ে মুছে দেন এবং আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশত্যাগের পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। অনেকেই আবার প্রাণ বাঁচাতে গা ঢাকা দেন। আজ সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দেখা যায়নি কোনো নেতা-কর্মীকে। টানানো হয়নি জাতীয় ও দলীয় পতাকা।
এদিকে জেলার অধিকাংশ নেতা-কর্মী ঘা ডাকা দিলেও ব্যতিক্রম অবস্থানে আছেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত। তিনি ৬ আগস্ট থেকেই পৌরসভায় দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন নাগরিক সেবা। আর এতেই খুশি পৌরবাসী।
আলীপাড়ার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘দেশের অনেক জায়গায় পৌরসভা কিংবা সিটি করপোরেশনে সেবা বন্ধ রয়েছে। কিন্তু জীবনের ঝুঁকি আছে জেনেও নাদের বখত প্রতিনিয়ত পৌরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। আমরা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে যাব। এখন আওয়ামী লীগের দুঃসময়, এখন আমাদের সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে শেখ হাসিনার জন্য। যাঁরা পলাতক আছেন, আমি বিশ্বাস করি তাঁরা দ্রুত রাজনীতির মাঠে ফিরে আসবেন। সেই সঙ্গে আমরা মুজিব আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
৩১ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে