শাকিলা ববি, সিলেট
পুরো বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। সিলেটে আগামীকাল শনিবার থেকে ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। কিন্তু আজ শুক্রবার থেকেই প্রায় বন্ধ বাস চলাচল। সমাবেশে যোগ দিতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নৌকা দিয়ে সিলেটে আসছেন বিএনপির নেতাকর্মীরা। আজ সিলেট নগরীর কানিশাইল নৌকাঘাটে বেলা ৩টা পর্যন্ত ৩০টি নৌকায় সহস্রাধিক নেতা-কর্মী আসেন।
সুনামগঞ্জের ছাতক যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মনসুর আলী বলেন, ‘পরিবহন ধর্মঘট দিয়ে আমাদের আটকে রাখা যাবে না। প্রায় ছয় ঘণ্টা নৌকায় বসে অনেক কষ্ট করে আমরা সিলেটে এসে পৌঁছেছি। পথে পুলিশ বিভিন্ন পয়েন্টে আমাদের আটকানোর চেষ্টা করেছে। নৌকা পাড়ে ভেড়ানোর জন্য বলেছে, কিন্তু আমরা কারও কথা শুনিনি। সফলভাবে সিলেটে এসে পৌঁছেছি।’
দুপুরে সিলেট নগরীর কানিশাইল নৌকাঘাটে গিয়ে দেখা যায়, প্রায় ৩০টি ট্রলারে করে সুনামগঞ্জের ছাতক দোয়ারা থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী সিলেটে এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা ও বিশ্বম্ভরপুর উপজেলার হাওর এলাকা থেকে শতাধিক ইঞ্জিনচালিত নৌকা দিয়ে গতকাল বৃহস্পতিবারও সিলেটে এসেছেন বিএনপির হাজারো নেতা-কর্মী ও সমর্থক। একেকটি নৌকার যাত্রী ধারণক্ষমতা ১৫০ থেকে ২০০। যাঁরা বৃহস্পতিবার এসেছেন, তাঁদের অনেকেই নৌকায় রাত্রিযাপন করেছেন। অনেকে আবার সমাবেশস্থলে তাঁবু টানিয়ে থাকছেন।
প্রথমে শুধু শনিবার, অর্থাৎ বিএনপির সমাবেশের দিন বাস ধর্মঘটের ঘোষণা দিলেও গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার—এই চার জেলায় শুক্র ও শনিবার সব ধরনের পরিবহনের ধর্মঘট ডেকেছে মালিক-শ্রমিক সংগঠনগুলো। অবৈধ তিন চাকার যান বন্ধসহ তিন দফা দাবিতে ডাকা হয়েছে এই ধর্মঘট।
তাই বিকল্প বাহনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মাইলের পর মাইল নদীপথ পাড়ি দিয়ে শতাধিক ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ভাটি এলাকা থেকে রওনা দেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। আজও নৌযানে আসছেন তাঁরা। আগামীকাল সকাল পর্যন্ত নেতাকর্মীরা নৌকায় করে আসবেন বলে জানান বিএনপির নেতারা।
দোয়ারা উপজেলা বিএনপির নেতা তাইবুর রহমান বলেন, ‘ছাতক দোয়ারা থেকে ৩০টি নৌকা, শতাধিক মোটরসাইকেল ও ট্রাকে করে প্রায় ১০ হাজার নেতা-কর্মী এরই মধ্যে সিলেটে এসে পৌঁছেছেন। বিকেল ৪টায় আমরা মিছিলসহকারে সমাবেশস্থল আলিয়া মাদ্রাসার মাঠে পৌঁছাব। সরকার পরিবহন ধর্মঘট দিয়ে আমাদের বিপাকে ফেললেও আটকাতে পারেনি। নৌকায় চড়ে আমরা বিএনপির সমাবেশে এসে গেছি।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত জাতীয় নির্বাচনে ছাতক দোয়ারা আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে অনেক আগে থেকেই। এই ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে পরিবহন ধর্মঘট। কিন্তু কোনো ষড়যন্ত্রই গণসমাবেশ ঠেকাতে পারবে না। বাস বন্ধ তো কী হয়েছে? নেতাকর্মীরা নৌকা, মোটরবাইক, ট্রাকে যে যেভাবে পারে সমাবেশ স্থলে আসছে। সমাবেশ ঘিরে এরই মধ্যে সিলেট লোকারণ্য।’
প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। এরই মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে গণসমাবেশ করেছে দলটি। প্রতিটি সমাবেশের আগে সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিবহন ধর্মঘট দিয়েছে মালিক-শ্রমিক সংগঠনগুলো।
পুরো বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। সিলেটে আগামীকাল শনিবার থেকে ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। কিন্তু আজ শুক্রবার থেকেই প্রায় বন্ধ বাস চলাচল। সমাবেশে যোগ দিতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নৌকা দিয়ে সিলেটে আসছেন বিএনপির নেতাকর্মীরা। আজ সিলেট নগরীর কানিশাইল নৌকাঘাটে বেলা ৩টা পর্যন্ত ৩০টি নৌকায় সহস্রাধিক নেতা-কর্মী আসেন।
সুনামগঞ্জের ছাতক যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মনসুর আলী বলেন, ‘পরিবহন ধর্মঘট দিয়ে আমাদের আটকে রাখা যাবে না। প্রায় ছয় ঘণ্টা নৌকায় বসে অনেক কষ্ট করে আমরা সিলেটে এসে পৌঁছেছি। পথে পুলিশ বিভিন্ন পয়েন্টে আমাদের আটকানোর চেষ্টা করেছে। নৌকা পাড়ে ভেড়ানোর জন্য বলেছে, কিন্তু আমরা কারও কথা শুনিনি। সফলভাবে সিলেটে এসে পৌঁছেছি।’
দুপুরে সিলেট নগরীর কানিশাইল নৌকাঘাটে গিয়ে দেখা যায়, প্রায় ৩০টি ট্রলারে করে সুনামগঞ্জের ছাতক দোয়ারা থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী সিলেটে এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা ও বিশ্বম্ভরপুর উপজেলার হাওর এলাকা থেকে শতাধিক ইঞ্জিনচালিত নৌকা দিয়ে গতকাল বৃহস্পতিবারও সিলেটে এসেছেন বিএনপির হাজারো নেতা-কর্মী ও সমর্থক। একেকটি নৌকার যাত্রী ধারণক্ষমতা ১৫০ থেকে ২০০। যাঁরা বৃহস্পতিবার এসেছেন, তাঁদের অনেকেই নৌকায় রাত্রিযাপন করেছেন। অনেকে আবার সমাবেশস্থলে তাঁবু টানিয়ে থাকছেন।
প্রথমে শুধু শনিবার, অর্থাৎ বিএনপির সমাবেশের দিন বাস ধর্মঘটের ঘোষণা দিলেও গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার—এই চার জেলায় শুক্র ও শনিবার সব ধরনের পরিবহনের ধর্মঘট ডেকেছে মালিক-শ্রমিক সংগঠনগুলো। অবৈধ তিন চাকার যান বন্ধসহ তিন দফা দাবিতে ডাকা হয়েছে এই ধর্মঘট।
তাই বিকল্প বাহনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মাইলের পর মাইল নদীপথ পাড়ি দিয়ে শতাধিক ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ভাটি এলাকা থেকে রওনা দেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। আজও নৌযানে আসছেন তাঁরা। আগামীকাল সকাল পর্যন্ত নেতাকর্মীরা নৌকায় করে আসবেন বলে জানান বিএনপির নেতারা।
দোয়ারা উপজেলা বিএনপির নেতা তাইবুর রহমান বলেন, ‘ছাতক দোয়ারা থেকে ৩০টি নৌকা, শতাধিক মোটরসাইকেল ও ট্রাকে করে প্রায় ১০ হাজার নেতা-কর্মী এরই মধ্যে সিলেটে এসে পৌঁছেছেন। বিকেল ৪টায় আমরা মিছিলসহকারে সমাবেশস্থল আলিয়া মাদ্রাসার মাঠে পৌঁছাব। সরকার পরিবহন ধর্মঘট দিয়ে আমাদের বিপাকে ফেললেও আটকাতে পারেনি। নৌকায় চড়ে আমরা বিএনপির সমাবেশে এসে গেছি।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত জাতীয় নির্বাচনে ছাতক দোয়ারা আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে অনেক আগে থেকেই। এই ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে পরিবহন ধর্মঘট। কিন্তু কোনো ষড়যন্ত্রই গণসমাবেশ ঠেকাতে পারবে না। বাস বন্ধ তো কী হয়েছে? নেতাকর্মীরা নৌকা, মোটরবাইক, ট্রাকে যে যেভাবে পারে সমাবেশ স্থলে আসছে। সমাবেশ ঘিরে এরই মধ্যে সিলেট লোকারণ্য।’
প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। এরই মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে গণসমাবেশ করেছে দলটি। প্রতিটি সমাবেশের আগে সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিবহন ধর্মঘট দিয়েছে মালিক-শ্রমিক সংগঠনগুলো।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৪ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৫ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে