কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র গরমে রেললাইন বেঁকে যাওয়ায় আটকা পড়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেন। রেলপথ ও ট্রেনের কর্মচারীরা রেললাইনে পানি, বালু ও কাঁদা ফেলে রেললাইন স্বাভাবিক করে। আজ রোববার শমশেরনগর-মনু রেল স্টেশনের মধ্যবর্তী রেলগেট এলাকায় ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৪ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকা পড়ে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, তীব্র রোদ ও গরমের রেললাইন বাঁকা হয়ে পড়ে। শমশেরনগর বিমানবাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেন গতি হ্রাস পায়। পর্যায়ে ট্রেন আটকা পড়ে। এ সময়ে ট্রেনের কর্মচারী নেমে ও খবর পেয়ে রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকেরা সেখানে গিয়ে প্রায় ২০ মিনিট ধরে পানি, বালু ও কাঁদা রেললাইনে ছিটিয়ে দেন। পরে লাইন ঠান্ডা হওয়ার পর ৩টা ১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মৌলভীবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, ‘গরমে হিট হয়ে রেল লাইন আঁকা-বাঁকা হয়ে যায়। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ছড়া থেকে পানি, বালু ও কাঁদা ছিটিয়ে দিই। পরে রেললাইন ঠান্ডা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব বলেন, সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে থাকলে অনেক সময় রেলপথ বাকলিং হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারণে রেলগেট এলাকায়ও রেলপথের কিছু লাইন বাকলিং হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।
মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র গরমে রেললাইন বেঁকে যাওয়ায় আটকা পড়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেন। রেলপথ ও ট্রেনের কর্মচারীরা রেললাইনে পানি, বালু ও কাঁদা ফেলে রেললাইন স্বাভাবিক করে। আজ রোববার শমশেরনগর-মনু রেল স্টেশনের মধ্যবর্তী রেলগেট এলাকায় ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৪ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকা পড়ে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, তীব্র রোদ ও গরমের রেললাইন বাঁকা হয়ে পড়ে। শমশেরনগর বিমানবাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেন গতি হ্রাস পায়। পর্যায়ে ট্রেন আটকা পড়ে। এ সময়ে ট্রেনের কর্মচারী নেমে ও খবর পেয়ে রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকেরা সেখানে গিয়ে প্রায় ২০ মিনিট ধরে পানি, বালু ও কাঁদা রেললাইনে ছিটিয়ে দেন। পরে লাইন ঠান্ডা হওয়ার পর ৩টা ১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মৌলভীবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, ‘গরমে হিট হয়ে রেল লাইন আঁকা-বাঁকা হয়ে যায়। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ছড়া থেকে পানি, বালু ও কাঁদা ছিটিয়ে দিই। পরে রেললাইন ঠান্ডা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব বলেন, সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে থাকলে অনেক সময় রেলপথ বাকলিং হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারণে রেলগেট এলাকায়ও রেলপথের কিছু লাইন বাকলিং হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২২ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৪ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২৫ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৭ মিনিট আগে