সিলেট প্রতিনিধি
এক দিনের ব্যবধানে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় ওই সড়কের ধোপাগুল এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তাঁর স্ত্রী রাহেনা আক্তার (২২)। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ জানায়, সিলেট শহরের দিকে প্রাইভেট কারে করে ৫ জন আসছিলেন। ধোপাগুল এলাকায় আসার পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। আর তিনজন আহত হয়েছেন। তাঁদের অবস্থাও গুরুতর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের দুই যাত্রী মারা গেছেন ও আহত হয়েছেন আরও ৩ জন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গতকাল রোববার একই মহাসড়কের খাগাইল এলাকায় দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হন।
এক দিনের ব্যবধানে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় ওই সড়কের ধোপাগুল এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তাঁর স্ত্রী রাহেনা আক্তার (২২)। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ জানায়, সিলেট শহরের দিকে প্রাইভেট কারে করে ৫ জন আসছিলেন। ধোপাগুল এলাকায় আসার পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। আর তিনজন আহত হয়েছেন। তাঁদের অবস্থাও গুরুতর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের দুই যাত্রী মারা গেছেন ও আহত হয়েছেন আরও ৩ জন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গতকাল রোববার একই মহাসড়কের খাগাইল এলাকায় দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হন।
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেনাব্যতা সংকটে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ১১ দিনে ফেরত গেছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
৩০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তাঁরা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগেইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে