হবিগঞ্জ প্রতিনিধি
দলীয় কার্যালয়ে আগুন দেওয়া এবং সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইট-পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুর ১২টায় শহরের নিমতলা মাঠ প্রাঙ্গণে সমাবেশ শুরু হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, শায়েস্তাগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ইকবাল রশিদ তালুকদার, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিউল আলম আজাদ, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য ঘটিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘যারা সমাবেশে এসেছেন, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে কেউ হবিগঞ্জ শহরের বাইরে যেতে পারবেন না। মিছিল শেষে সবাইকে টাউন হলে অবস্থান নিতে হবে।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীদের হাতে লাঠি দেখা যায়। পরে মিছিলটি পৌর শহরের টাউন হলে এসে অবস্থান নেয়।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলা ৩টায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এর ফলে ফের সংঘর্ষের আশঙ্কায় শহরে থমথমে অবস্থায় বিরাজ করছে।
দলীয় কার্যালয়ে আগুন দেওয়া এবং সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইট-পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুর ১২টায় শহরের নিমতলা মাঠ প্রাঙ্গণে সমাবেশ শুরু হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, শায়েস্তাগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ইকবাল রশিদ তালুকদার, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিউল আলম আজাদ, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য ঘটিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘যারা সমাবেশে এসেছেন, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে কেউ হবিগঞ্জ শহরের বাইরে যেতে পারবেন না। মিছিল শেষে সবাইকে টাউন হলে অবস্থান নিতে হবে।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীদের হাতে লাঠি দেখা যায়। পরে মিছিলটি পৌর শহরের টাউন হলে এসে অবস্থান নেয়।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলা ৩টায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এর ফলে ফের সংঘর্ষের আশঙ্কায় শহরে থমথমে অবস্থায় বিরাজ করছে।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
২৭ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৩৭ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে