কুড়িগ্রাম প্রতিনিধি
চাওয়া তথ্য না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুড়িগ্রাম সার্কেলের মোটরযান পরিদর্শককে তলব করেছেন আদালত। আগামী ১ নভেম্বর মো. সাজ্জাদুর রহমানকে স্বশরীরে হাজির হয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার কুড়িগ্রাম জেলা জজ আদালতের যুগ্ম দায়রা জজ মো. মাহমুদুল হাসান এ আদেশ দেন।
আজ মঙ্গলবার দুপুরে মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, জব্দ করা একটি কাভার্ড ভ্যানের মালিকানা যাচাইয়ের জন্য গত ১৪ সেপ্টেম্বর আদালত বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিন) কুড়িগ্রাম কার্যালয়ের কাছে প্রতিবেদন চেয়ে আদেশ দেন। ১ অক্টোবর আদেশের অনুলিপি কুড়িগ্রাম বিআরটিএ কার্যালয়ে পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর বিআরটিএ কুড়িগ্রাম কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদন দেওয়া হয়। জব্দকৃত গাড়ির ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর উল্লেখ করে গাড়িটি ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা ঢাকার আওতাধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে গাড়ির প্রকৃত মালিকের তথ্য উল্লেখ না করে উল্টো আদালতকে বিস্তারিত তথ্য ও প্রকৃত মালিকের নাম-ঠিকানা ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা ঢাকা থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়।
আদালত তাঁর আদেশে বলেছেন, চাহিত তথ্য না দিয়ে এভাবে প্রতিবেদন দেওয়া সরাসরি ও লিখিতভাবে আদালত অবমাননার অপরাধ। এমতাবস্থায় মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না ও আদালত অবমাননার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টকে অবগত করা হবে না এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ করা হবে না কেন, তা আগামী ১ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘আমি আদালতের আদেশের কপি পেয়েছি। নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেব।’
এক প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান বলেন, ‘আমি সহকারী পরিচালক স্যারের পক্ষে প্রতিবেদনে স্বাক্ষর করেছি। এ ধরনের প্রতিবেদনগুলো আমরা এভাবেই দিই। আদালত যে সময় দিয়েছিলেন তাতে ঢাকা থেকে তথ্য পাওয়া সম্ভব ছিল না।’
সম্পূর্ণ তথ্য প্রদানে আদালতের কাছে সময় চাওয়া যেত কি না, এমন প্রশ্নে এই মোটরযান পরিদর্শক বলেন, ‘তা যেত।’
সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা আহসান হাবিব কাজল আদালত অবমাননার বিষয়টি নিশ্চিত করেছেন।
চাওয়া তথ্য না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুড়িগ্রাম সার্কেলের মোটরযান পরিদর্শককে তলব করেছেন আদালত। আগামী ১ নভেম্বর মো. সাজ্জাদুর রহমানকে স্বশরীরে হাজির হয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার কুড়িগ্রাম জেলা জজ আদালতের যুগ্ম দায়রা জজ মো. মাহমুদুল হাসান এ আদেশ দেন।
আজ মঙ্গলবার দুপুরে মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, জব্দ করা একটি কাভার্ড ভ্যানের মালিকানা যাচাইয়ের জন্য গত ১৪ সেপ্টেম্বর আদালত বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিন) কুড়িগ্রাম কার্যালয়ের কাছে প্রতিবেদন চেয়ে আদেশ দেন। ১ অক্টোবর আদেশের অনুলিপি কুড়িগ্রাম বিআরটিএ কার্যালয়ে পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর বিআরটিএ কুড়িগ্রাম কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদন দেওয়া হয়। জব্দকৃত গাড়ির ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর উল্লেখ করে গাড়িটি ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা ঢাকার আওতাধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে গাড়ির প্রকৃত মালিকের তথ্য উল্লেখ না করে উল্টো আদালতকে বিস্তারিত তথ্য ও প্রকৃত মালিকের নাম-ঠিকানা ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা ঢাকা থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়।
আদালত তাঁর আদেশে বলেছেন, চাহিত তথ্য না দিয়ে এভাবে প্রতিবেদন দেওয়া সরাসরি ও লিখিতভাবে আদালত অবমাননার অপরাধ। এমতাবস্থায় মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না ও আদালত অবমাননার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টকে অবগত করা হবে না এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ করা হবে না কেন, তা আগামী ১ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘আমি আদালতের আদেশের কপি পেয়েছি। নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেব।’
এক প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান বলেন, ‘আমি সহকারী পরিচালক স্যারের পক্ষে প্রতিবেদনে স্বাক্ষর করেছি। এ ধরনের প্রতিবেদনগুলো আমরা এভাবেই দিই। আদালত যে সময় দিয়েছিলেন তাতে ঢাকা থেকে তথ্য পাওয়া সম্ভব ছিল না।’
সম্পূর্ণ তথ্য প্রদানে আদালতের কাছে সময় চাওয়া যেত কি না, এমন প্রশ্নে এই মোটরযান পরিদর্শক বলেন, ‘তা যেত।’
সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা আহসান হাবিব কাজল আদালত অবমাননার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
২৭ মিনিট আগে