রংপুরসহ আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৬: ১৬
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৬: ১৯
ফাইল ছবি

রংপুরসহ আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আজ বৃহস্পতিবার বেলা ২টা ২৭ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল রংপুর সদর। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ১। তবে স্থায়িত্বকাল জানা যায়নি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত