ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলের ট্যাংকে জ্বালানি তেল ভরতে কয়েক ব্যক্তি সাহা ফিলিং স্টেশনে যান। এ সময় জ্বালানি তেল ওজনে কম দেওয়া হচ্ছে মনে হলে তাঁরা বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত শিক্ষার্থীদের জানান।
খবর পেয়ে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়টি যাচাই করেন। তাতে দেখা গেছে ২ লিটার ২৫ মিলিলিটার জ্বালানি তেল কিনে একজন ক্রেতা প্রায় ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পাচ্ছেন।
এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলেন। এই প্রতিবেদন লেখার সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।’
মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, ‘জ্বালানি তেলের মজুত শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এই অবস্থায় তেলের স্তর নিচে নেমে যায়। এতে পরিমাণে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলেছে।’
এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওজনে কম দেওয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলের ট্যাংকে জ্বালানি তেল ভরতে কয়েক ব্যক্তি সাহা ফিলিং স্টেশনে যান। এ সময় জ্বালানি তেল ওজনে কম দেওয়া হচ্ছে মনে হলে তাঁরা বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত শিক্ষার্থীদের জানান।
খবর পেয়ে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়টি যাচাই করেন। তাতে দেখা গেছে ২ লিটার ২৫ মিলিলিটার জ্বালানি তেল কিনে একজন ক্রেতা প্রায় ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পাচ্ছেন।
এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলেন। এই প্রতিবেদন লেখার সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।’
মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, ‘জ্বালানি তেলের মজুত শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এই অবস্থায় তেলের স্তর নিচে নেমে যায়। এতে পরিমাণে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলেছে।’
এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওজনে কম দেওয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
৩৮ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে