খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ছুটি হওয়ার নির্ধারিত সময়ের আগেই দিনাজপুরের খানসামায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মাগুরমারী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, জাতীয় পাতাক উড়তে থাকলেও শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, তীব্র শীতে কয়েক দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকেরা নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর ও সুমন নামের কয়েকজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, দুপুর সাড়ে ১২টায় তো স্কুল তালাবদ্ধ, কেউ নাই। হয়তোবা স্যারেরা বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা-কার্যালয়ে। আর বাকি শিক্ষকেরা হয়তোবা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ মোটেও কাম্য নয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক অফিসারকে বলা হয়েছে।’
এদিকে কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু আজ তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকায় খোলা ছিল।
ছুটি হওয়ার নির্ধারিত সময়ের আগেই দিনাজপুরের খানসামায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মাগুরমারী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরমারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, জাতীয় পাতাক উড়তে থাকলেও শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মনজুরুল হক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, তীব্র শীতে কয়েক দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকেরা নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা লিটন, মমিনুর ও সুমন নামের কয়েকজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, দুপুর সাড়ে ১২টায় তো স্কুল তালাবদ্ধ, কেউ নাই। হয়তোবা স্যারেরা বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমি বিদ্যালয়ের কাজে মাধ্যমিক শিক্ষা-কার্যালয়ে। আর বাকি শিক্ষকেরা হয়তোবা চা খেতে গেছেন।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধের বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ মোটেও কাম্য নয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক অফিসারকে বলা হয়েছে।’
এদিকে কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা ছিল। কিন্তু আজ তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকায় খোলা ছিল।
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১৩ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩০ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে