রংপুর জেলা স্কুলের পরিবর্তে মাহীগঞ্জ কলেজ মাঠে সনাতনী মহাসমাবেশ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৩: ৫১
সনাতনী-সমাবেশে-যোগ-দিতে-যাচ্ছেন-হিন্দু-ধর্মাবলম্বীরা। ছবি: সংগৃহীত

রংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে।

হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে আজ শুক্রবার বেলা ২টায় মাহীগঞ্জ কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি মিলেছিল। তবে গতকাল বৃহস্পতিবার রাতে সমাবেশের ভেন্যু পরিবর্তন করা হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মিঠাপুকুর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সরকার। তিনি বলেন, আজকের সনাতনী সমাবেশ পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বানে হচ্ছে না। হিন্দু জাগরণ মঞ্চের আয়োজনে মাহীগঞ্জ কলেজ মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের লোকজন সমাবেশে অংশ নেবেন।

সনাতনী-সমাবেশে-যোগ-দিতে-যাচ্ছেন-হিন্দু-ধর্মাবলম্বীরা। ছবি: সংগৃহীত
সনাতনী-সমাবেশে-যোগ-দিতে-যাচ্ছেন-হিন্দু-ধর্মাবলম্বীরা। ছবি: সংগৃহীত

এ বিষয়ে আদি দেব মন্দির কমিটির সভাপতি দীপক মজুমদার বলেন, ‘বৈষম্যবিরোধী সরকার আমলে যদি আমরা বৈষম্যের শিকার হই, তাহলে সাঈদসহ হাজার ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত