রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নাব্য সংকটে ব্রহ্মপুত্র নদে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে কুড়িগ্রাম, চিলমারী, ফকিরের হাট, রৌমারী ও রাজিবপুর নৌপথে চলাচলকারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। গত এক মাস নাব্য সংকট থাকলেও তা উত্তরণের জন্য সংশ্লিষ্ট দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নৌপথে যাতায়াতকারী যাত্রী ও নৌকার মাঝিরা।
আজ মঙ্গলবার সকালে রৌমারী ফলুয়ারচর ঘাটে গিয়ে কথা হলে নৌকার মাঝি উজির আলী বলেন, গত ১৫ দিন থেকে ব্রহ্মপুত্র নদের বুকে বালু মাটি ভরাট হয়ে ডুবোচর জেগে ওঠায় মালামাল ও যাত্রীবাহী নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। ফলুয়ারচর নৌকাঘাট থেকে চিলমারী, বনগ্রাম ও কুড়িগ্রামের মোঘলবাসা নৌকা ঘাটে যেতে কয়েক স্থানে ঠেকে যাচ্ছে। ফলে যাত্রী ও মালামাল পরিবহনকারী নৌকার মাঝিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
নৌকার মাঝি সাইজুদ্দিন বলেন, আগে রৌমারী থেকে কুড়িগ্রাম যেতে তেল খরচ হতো ১৫ লিটার। কিন্তু এখন খরচ হচ্ছে ১৮ লিটার। চিলমারী যেতে খরচ হতো ১০ লিটার আর এখন ১২ লিটার খরচ হচ্ছে। ফলে আমাদের কোনো লাভ থাকছে না।
উপজেলার খাটিয়ামারি গ্রামের আব্দুস সালাম বলেন, ‘আগে আমরা সকালের নৌকা নিয়ে কুড়িগ্রাম গিয়ে আদালতের কাজ শেষে বিকেলের নৌকায় বাড়ি আসতে পারতাম। এখন আর তা হয় না। ফলে আগের দিন কুড়িগ্রাম গিয়ে থাকতে হয়। এতে আমাদের বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে।’
রৌমারী রাজার বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা বলেন, ‘ব্রহ্মপুত্র নদের পানি হ্রদ ও নদীর বুকে ছোট ছোট অসংখ্য চর জেগে ওঠার কারণে পণ্যবাহী বোল গ্রেড রৌমারী বলদমারা, ফকিরের হাট, চিলমারী, কুড়িগ্রাম নৌকা ঘাটে মালামাল নৌপথে রৌমারী আনা যাচ্ছে না। ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। জরুরি ভিত্তিতে নদী ড্রেজিং না করলে নৌপথে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা ক্ষতির মুখে পড়ব।’
রৌমারী ঘাটের ইজারাদার মাহাতাব হোসেন বলেন, ‘নাব্য সংকটের কারণে আশঙ্কাজনক হারে আমাদের আয় কমেছে। নদের পানি কমে গিয়ে ডুবোচর সৃষ্টি হওয়ায় উলিপুর উপজেলার কয়েকটি ইউনিয়নসহ রৌমারী ও রাজিবপুর উপজেলার সঙ্গে চিলমারী, ফকিরের হাট, কুড়িগ্রাম নৌঘাটে নৌচলাচল ব্যাহত হচ্ছে। নাব্য সংকট দূর করতে নৌপথ ড্রেজিং করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে নৌপথ বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কুড়িগ্রাম ৪ আসনের এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের একটি ডিও লেটার পেয়েছি। বরাদ্দ পেলে দ্রুত খননের কাজ শুরু করা হবে।’
নাব্য সংকটে ব্রহ্মপুত্র নদে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে কুড়িগ্রাম, চিলমারী, ফকিরের হাট, রৌমারী ও রাজিবপুর নৌপথে চলাচলকারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। গত এক মাস নাব্য সংকট থাকলেও তা উত্তরণের জন্য সংশ্লিষ্ট দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নৌপথে যাতায়াতকারী যাত্রী ও নৌকার মাঝিরা।
আজ মঙ্গলবার সকালে রৌমারী ফলুয়ারচর ঘাটে গিয়ে কথা হলে নৌকার মাঝি উজির আলী বলেন, গত ১৫ দিন থেকে ব্রহ্মপুত্র নদের বুকে বালু মাটি ভরাট হয়ে ডুবোচর জেগে ওঠায় মালামাল ও যাত্রীবাহী নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। ফলুয়ারচর নৌকাঘাট থেকে চিলমারী, বনগ্রাম ও কুড়িগ্রামের মোঘলবাসা নৌকা ঘাটে যেতে কয়েক স্থানে ঠেকে যাচ্ছে। ফলে যাত্রী ও মালামাল পরিবহনকারী নৌকার মাঝিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
নৌকার মাঝি সাইজুদ্দিন বলেন, আগে রৌমারী থেকে কুড়িগ্রাম যেতে তেল খরচ হতো ১৫ লিটার। কিন্তু এখন খরচ হচ্ছে ১৮ লিটার। চিলমারী যেতে খরচ হতো ১০ লিটার আর এখন ১২ লিটার খরচ হচ্ছে। ফলে আমাদের কোনো লাভ থাকছে না।
উপজেলার খাটিয়ামারি গ্রামের আব্দুস সালাম বলেন, ‘আগে আমরা সকালের নৌকা নিয়ে কুড়িগ্রাম গিয়ে আদালতের কাজ শেষে বিকেলের নৌকায় বাড়ি আসতে পারতাম। এখন আর তা হয় না। ফলে আগের দিন কুড়িগ্রাম গিয়ে থাকতে হয়। এতে আমাদের বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে।’
রৌমারী রাজার বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা বলেন, ‘ব্রহ্মপুত্র নদের পানি হ্রদ ও নদীর বুকে ছোট ছোট অসংখ্য চর জেগে ওঠার কারণে পণ্যবাহী বোল গ্রেড রৌমারী বলদমারা, ফকিরের হাট, চিলমারী, কুড়িগ্রাম নৌকা ঘাটে মালামাল নৌপথে রৌমারী আনা যাচ্ছে না। ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। জরুরি ভিত্তিতে নদী ড্রেজিং না করলে নৌপথে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা ক্ষতির মুখে পড়ব।’
রৌমারী ঘাটের ইজারাদার মাহাতাব হোসেন বলেন, ‘নাব্য সংকটের কারণে আশঙ্কাজনক হারে আমাদের আয় কমেছে। নদের পানি কমে গিয়ে ডুবোচর সৃষ্টি হওয়ায় উলিপুর উপজেলার কয়েকটি ইউনিয়নসহ রৌমারী ও রাজিবপুর উপজেলার সঙ্গে চিলমারী, ফকিরের হাট, কুড়িগ্রাম নৌঘাটে নৌচলাচল ব্যাহত হচ্ছে। নাব্য সংকট দূর করতে নৌপথ ড্রেজিং করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে নৌপথ বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কুড়িগ্রাম ৪ আসনের এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের একটি ডিও লেটার পেয়েছি। বরাদ্দ পেলে দ্রুত খননের কাজ শুরু করা হবে।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৬ ঘণ্টা আগে