সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৪২

না ফেরার দেশে চলে গেলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। আজ রোববার রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, নাতি, নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের ভাগনে অ্যাডভোকেট মহিউদ্দিন কাদের তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দেশে–বিদেশে চিকিৎসা নিয়েছেন। শারীরিক পরিস্থিতির অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে ঢাকা ল্যাবএইড স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং এক দিন, এক রাত আইসিইউতে রাখা হয়। আজ রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘ প্রায় ৪০ বছর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দিনাজপুর-৫ আসনে (ফুলবাড়ী-পার্বতীপুর) থেকে টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত