রংপুরে হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে আ. লীগ নেতা তুষার

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৫৬

রংপুরের কোনো উৎসবে বা নির্বাচনে, শহর থেকে গ্রামে বছরজুড়ে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলের ব্যানার-ফেস্টুন ছেয়ে থাকে। বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়েও তিনি ছিলেন আলোচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন মাঠে। সরকার পতনের পর আত্মগোপনে যান তিনি। কিন্তু রেহাই পাননি এই নেতা। শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁকে। 

রংপুর সিটি বাজার এলাকায় শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকায় আজ বৃহস্পতিবার সকালে আদালতে তুষার কান্তি মণ্ডলের ১০ দিনের রিমান্ডে চায় তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তুষার কান্তি মণ্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, তুষার কান্তি মণ্ডলের জন্য আমি জামিন চেয়ে আবেদন করেছিলাম। রিমান্ড না মঞ্জুর চেয়েছিলাম। কিন্তু আদালত তাঁর জামিনটা নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলার ১৮ তম আসামি। তাঁকে আরও চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

কোটা আন্দোলন চলাকালে ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন তিনি মারা যান। এই ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে হত্যা মামলায় দায়ের করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত