দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে কলেজশিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক হুইপ ইকবালুর রহিম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন রুহান হোসেন নামে জনৈক ব্যক্তি।
তিনি দিনাজপুর সদর উপজেলার ৭ নম্বর উপশহরের সাহার উদ্দিনের পুত্র। মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ মোট ২০ জনের নাম উল্লেখ করে আরও চার–পাঁচ শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ৪ আগস্ট সকাল থেকে সারা দেশের মতো দিনাজপুরেও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে নামে। শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের জিলা স্কুলের সামনে এলে ইকবালুর রহিম ও ইনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপরে চড়াও হন।
আওয়ামী লীগ নেতা-কর্মীরা বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপরে হামলা ও গুলি বর্ষণ করেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি টিয়ার শেল ও কয়েকটি রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রাহুল ইসলাম নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে হুমকিতে ভীত হয়ে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ৭ আগস্ট সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয়।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক হুইপ ইকবালুর রহিমকে। ২ নম্বর আসামি করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমকে। মামলার অপরাপর আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম, মো. রমজান, যুবলীগ নেতা সালেকীন রানা, আবু ইবনে রজব, মো. মিথুন, মো. সুইট, সদরের ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, জন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হারুনুর রশীদ রায়হান, শেখপুরা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শশরা ইউপি চেয়ারম্যান রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিথুনসহ অজ্ঞাতনামা আরও চার–পাঁচ শ জন।
দিনাজপুরে কলেজশিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক হুইপ ইকবালুর রহিম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন রুহান হোসেন নামে জনৈক ব্যক্তি।
তিনি দিনাজপুর সদর উপজেলার ৭ নম্বর উপশহরের সাহার উদ্দিনের পুত্র। মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ মোট ২০ জনের নাম উল্লেখ করে আরও চার–পাঁচ শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ৪ আগস্ট সকাল থেকে সারা দেশের মতো দিনাজপুরেও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে নামে। শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের জিলা স্কুলের সামনে এলে ইকবালুর রহিম ও ইনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপরে চড়াও হন।
আওয়ামী লীগ নেতা-কর্মীরা বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপরে হামলা ও গুলি বর্ষণ করেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি টিয়ার শেল ও কয়েকটি রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রাহুল ইসলাম নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে হুমকিতে ভীত হয়ে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ৭ আগস্ট সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয়।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক হুইপ ইকবালুর রহিমকে। ২ নম্বর আসামি করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমকে। মামলার অপরাপর আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম, মো. রমজান, যুবলীগ নেতা সালেকীন রানা, আবু ইবনে রজব, মো. মিথুন, মো. সুইট, সদরের ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, জন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হারুনুর রশীদ রায়হান, শেখপুরা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শশরা ইউপি চেয়ারম্যান রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিথুনসহ অজ্ঞাতনামা আরও চার–পাঁচ শ জন।
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১০ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১৪ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৪০ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৪৩ মিনিট আগে