পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
নিখোঁজের তিন দিন পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন সীমান্ত দিয়ে মমিনা খাতুন (৩০) নামের এক বাংলাদেশি নারীর লাশ ফেরত দিয়েছে ভারত।
মমিনা খাতুন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীমান্তের ৮৮১ নম্বর প্রধান পিলার ও ১১ নম্বর উপপিলারের কাছে জুগিটারী সীমান্তে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ ও বিএসএফ। এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের কমান্ডার, মাথাভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাংলাদেশের ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া ক্যাম্প কমান্ডার বেলাল হোসেন, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুর রহমান উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট নিখোঁজ হন মমিনা। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা শীতলকুচি নদী এলাকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে মমিনার স্বজনেরা ভারতে বসবাসকারী আত্মীয়দের খবর দেন। তাঁরা শীতলকুচি এলাকার মহেশমারী বিএসএফ ক্যাম্পে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন। এ নিয়ে ৭ আগস্ট সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরদিন (মঙ্গলবার) সন্ধ্যায় লাশ বিজিবি ও পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মমিনার ভাই আব্দুল খালেক বলেন, ‘আমার বোনের মানসিক সমস্যা ছিল। গত ৫ তারিখ সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে পাইনি। ভারতে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে ওই দেশে থাকা স্বজনদের মাধ্যমে খোঁজ নিয়ে বোনের লাশ শনাক্ত করি। বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে কাগজপত্র জমা দিয়ে তিন দিন পর লাশ পেয়ে রাতই দাফন করি। আমাদের ধারণা সে পাটগ্রাম উপজেলার খারিজা জোংড়া যুগিটারী সীমান্ত লাগোয়া ধরলা নদীতে পড়ে নিখোঁজ হয়।’
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুর রহমান জানান, বিএসএফের কাছ থেকে লাশ বুঝে নিয়ে রাতেই ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজের তিন দিন পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন সীমান্ত দিয়ে মমিনা খাতুন (৩০) নামের এক বাংলাদেশি নারীর লাশ ফেরত দিয়েছে ভারত।
মমিনা খাতুন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীমান্তের ৮৮১ নম্বর প্রধান পিলার ও ১১ নম্বর উপপিলারের কাছে জুগিটারী সীমান্তে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ ও বিএসএফ। এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের কমান্ডার, মাথাভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাংলাদেশের ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া ক্যাম্প কমান্ডার বেলাল হোসেন, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুর রহমান উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট নিখোঁজ হন মমিনা। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা শীতলকুচি নদী এলাকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে মমিনার স্বজনেরা ভারতে বসবাসকারী আত্মীয়দের খবর দেন। তাঁরা শীতলকুচি এলাকার মহেশমারী বিএসএফ ক্যাম্পে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন। এ নিয়ে ৭ আগস্ট সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরদিন (মঙ্গলবার) সন্ধ্যায় লাশ বিজিবি ও পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মমিনার ভাই আব্দুল খালেক বলেন, ‘আমার বোনের মানসিক সমস্যা ছিল। গত ৫ তারিখ সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে পাইনি। ভারতে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে ওই দেশে থাকা স্বজনদের মাধ্যমে খোঁজ নিয়ে বোনের লাশ শনাক্ত করি। বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে কাগজপত্র জমা দিয়ে তিন দিন পর লাশ পেয়ে রাতই দাফন করি। আমাদের ধারণা সে পাটগ্রাম উপজেলার খারিজা জোংড়া যুগিটারী সীমান্ত লাগোয়া ধরলা নদীতে পড়ে নিখোঁজ হয়।’
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুর রহমান জানান, বিএসএফের কাছ থেকে লাশ বুঝে নিয়ে রাতেই ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৮ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৬ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২১ মিনিট আগে