হাতীবান্ধায় ভুট্টাখেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ১৬

লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টাখেত থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা ডিগ্রি কলেজের পাশের একটি ভুট্টাখেতে এই ঘটনা ঘটে। 

নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকের মরদেহ কে রেখেছেন এখনো তা জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’ 

স্থানীয় লোকজন জানান, আজ সকালে উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের পাশের একটি ভুট্টাখেতে একদিনের নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ-খবর নিয়েছি। কে বা কারা এই কাজ করেছে তা এখানো জানা যায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত