ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরের আমতলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় জেলার নতুনবস্তি গ্রামের ময়নুল হকের মেয়ে মোছা. মাহবুবা (৩৯) ও ঠাকুরগাঁও শহরের গোবিন্দগড় বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মনজুর রহমান। তাঁরা দুজন ঠাকুরগাঁও সুগার মিলের কর্মচারী বলে জানিয়েছেন মিলের জেনারেল ম্যানেজার আবু রায়হান কবির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ঠাকুরগাঁও সুগার মিল থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মাহবুবা ও মনজুর রহমান। এ সময় মাহবুবাকে মোটরসাইকেলযোগে শহরের বাস টার্মিনালে পৌঁছে দিতে যান মনজুর। শহরের আমতলী মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেন। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সহকর্মীর মৃত্যুতে ক্ষোভ জানিয়ে মিলের ইক্ষু উন্নয়ন সহকারী আনোয়ার হোসেন বলেন, দুজন সহকর্মী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় করুণ মৃত্যু হলো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহ সুরতহাল রিপোর্টের পর পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরের আমতলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় জেলার নতুনবস্তি গ্রামের ময়নুল হকের মেয়ে মোছা. মাহবুবা (৩৯) ও ঠাকুরগাঁও শহরের গোবিন্দগড় বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মনজুর রহমান। তাঁরা দুজন ঠাকুরগাঁও সুগার মিলের কর্মচারী বলে জানিয়েছেন মিলের জেনারেল ম্যানেজার আবু রায়হান কবির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ঠাকুরগাঁও সুগার মিল থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মাহবুবা ও মনজুর রহমান। এ সময় মাহবুবাকে মোটরসাইকেলযোগে শহরের বাস টার্মিনালে পৌঁছে দিতে যান মনজুর। শহরের আমতলী মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেন। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সহকর্মীর মৃত্যুতে ক্ষোভ জানিয়ে মিলের ইক্ষু উন্নয়ন সহকারী আনোয়ার হোসেন বলেন, দুজন সহকর্মী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় করুণ মৃত্যু হলো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহ সুরতহাল রিপোর্টের পর পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৩ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৪১ মিনিট আগে