ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১২ জন আহত হয়েছেন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির অভিযোগ এ সময় তাঁদের অফিস ভাঙচুর, সভামঞ্চ ও অফিসেও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার বিকেলে রুহিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা ছিল। সমাবেশ শুরু হওয়ার আগে দল দুটির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় দোকানপাট ও আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয় দুটি মোটরসাইকেল।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে সভাস্থলে আসার সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের মারপিট করে। তারা আমাদের সভামঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে, অফিসে ভাঙচুর চালিয়েছে এবং অফিসেও অগ্নিসংযোগ করেছে। আমাদের অসংখ্য বিএনপির নেতা-কর্মীদের আহত করেছে।’
অগ্নিসংযোগের কথা মিথ্যা দাবি করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা নিজেরাই তাঁদের অফিসে অগ্নিসংযোগ করেছে। আমাদের ৭ থেকে ৮টি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং অসংখ্য নেতা-কর্মীদের তারা মারপিট করে আহত করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। তারপরও কয়েকজন আহত হন। পরে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১২ জন আহত হয়েছেন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির অভিযোগ এ সময় তাঁদের অফিস ভাঙচুর, সভামঞ্চ ও অফিসেও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার বিকেলে রুহিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা ছিল। সমাবেশ শুরু হওয়ার আগে দল দুটির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় দোকানপাট ও আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয় দুটি মোটরসাইকেল।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে সভাস্থলে আসার সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের মারপিট করে। তারা আমাদের সভামঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে, অফিসে ভাঙচুর চালিয়েছে এবং অফিসেও অগ্নিসংযোগ করেছে। আমাদের অসংখ্য বিএনপির নেতা-কর্মীদের আহত করেছে।’
অগ্নিসংযোগের কথা মিথ্যা দাবি করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা নিজেরাই তাঁদের অফিসে অগ্নিসংযোগ করেছে। আমাদের ৭ থেকে ৮টি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং অসংখ্য নেতা-কর্মীদের তারা মারপিট করে আহত করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। তারপরও কয়েকজন আহত হন। পরে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৬ ঘণ্টা আগে