ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৯৪ নেতা-কর্মীর নামে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৯: ২৩

ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান খোকনকে প্রধান আসামি করে ৯৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলকে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ঠাকুরগাঁও সদর থানায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পৌর শহরের সরকারপাড়া মহল্লার সাজ্জাদ সরকার শাহিন।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের আর্ট গ্যালারি অপরাজেয় একাত্তরের সামনে আসামিরা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ককটেল ও হাতবোমা নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপরে হামলা চালায়। এ সময় তাঁর শরীরে ছররা গুলি লাগলে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত